আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে হংকং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হংকং।
এর আগে নিজেদের প্রথম খেলায় আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে এবং হংকং নেপালের বিপক্ষে খেলেছে। আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। অন্যদিকে হংকং নেপালের বিপক্ষে হেরেছিল ৮০ রানে।
আফগানিস্তান দল:
মোহাম্মদ নবী, আসগার, দৌলত জাদরান, গুলবাদিন নাইব, হামযা হোতাক, মোহাম্মদ শাহজাদ, নাজিব তারাকাই, নজীবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি, শফিকুল্লাহ, শাপুর জাদরান।
হংকং দল:
জেমী আতকিনসন, ওয়াকাস বরকত, আইজাজ খান, বাবর হায়াত, মার্ক চ্যাপম্যান, হাসিব আমজাদ, ইরফান আহমেদ, মুনীর দার, নাদিম আহমেদ, নিজাকাত খান, তানভীর আফজাল।
দিনের পরের খেলায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল।