আফগানিস্তানকে ১৫৪ রানের টার্গেট দিয়ে খেলা শেষ করলো হংকং। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে তারা।
ব্যাট করতে নেমে দিনের প্রথম বলেই উইকেট হারিয়ে বিপর্যয়ের পথ পাড়ি দেয় হংকং। তবে ওয়াকাস বারকাত ৩২, অধিনায়ক জেমি অ্যাটকিনসন ৩১ এবং মার্ক চ্যাপম্যান ৪৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে দলকে সমুহ ভরাডুবির হাত থেকে উদ্ধার করেন। পরবর্তী ব্যাটসম্যানরা অবশ্য তাদের পদাঙ্ক অনুসরণে ব্যর্থ হয়।
আফগানিস্তানের পক্ষে অধিনায়ক মোহাম্মদ নবী ও শাপুর জর্দান প্রত্যেকেই ২৭ রানের খরচায় দুটি করে উইকেট নেন। এছাড়াও হামজা হোতাক ৩২ রানে ২ এবং দৌলত জর্দান ২৪ রানে ১ উইকেট নেন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্যায়ের ‘এ’ গ্রুপের খেলায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকং। টুর্নামেন্টে এটা দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে আফগানরা। অন্যদিকে একই দিনে নেপালের কাছে ৮০ রানের হার মানে হংকং।
১৫৪ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে আফগানিস্তান।