টসে জিতে নেপালের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ ও নেপাল। গ্রুপে রান রেটের ব্যবধানে এখন এগিয়ে নেপাল।
বাংলাদেশ:
তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।
নেপাল:
শুভাষ খাকুরেল, সাগর পুন, গায়েন্দ্র মাল্লা, পরশ খারকা, বিনোদ ভান্ডারি, শারদ বেশকর, বসন্ত রেগমি, নরেশ বুদায়ের, শক্তি গৌচান, সোমপাল কামি, জিতেন্দ্র মুখিয়া।