টাইগারদের ১২৭ রানের টার্গেট দিয়েছে নেপালিরা। শরদ বিশ্বকরের ৪৩ বলে ৪৫ রানের ওপর ভর করে নেপাল সংগ্রহ করেছে ৫ উইকেটে ১২৬ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১২৭ রান।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল টস জিতে ব্যাটিংয়ে পাঠায় নেপালকে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক।
নেপাল একাদশ : সুবাস খাকুরেল, সাগর পুন, জিয়ানেন্দ্র মালা, পরশ খড়কা (অধিনায়ক), বিনোদ ভান্ডারি, শরদ বিশ্বকর, বসান্ত রেগমি, নরেশ বুদাইয়ার, শক্তি গৌচান, সোমপাল কামি, জিতেন্দ্র মুখিয়া।