কয়েক দশক আগে রেজোয়ান ফারুক নামে এক বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন হংকং দলে । ৭০'র দশক থেকে নিয়মিত ক্রিকেট খেলছে দলটি। রেজোয়ানের আগে-পরে অনেক বিদেশি ক্রিকেটাররাই শোভা বাড়িয়েছে হংকংয়ের। তবে বর্তমানে ছাড়িয়ে গেছে সব অতীতকে। বিশেষ করে এবারের টি-২০ বিশ্বকাপের। গতকাল আফগানদের মুখোমুখি হয় হংকং। কেউ যদি দলটাকে পাকিস্তান বলে জোর দাবি জানায়, অস্বীকার করার উপায় আছে কি! দলের ১৫ সদস্যের ১০জনই পাকিস্তানি! একজন ভারতীয় এবং হংকংয়ের বাকি চার জন! এই তথ্য জানার পর হংকং দলটাকে পাকিস্তান না বলে উপায় থাকে কি! অধিনায়ক জেমি অ্যাটকিনসনের জন্ম হংকংয়ে। এছাড়া মার্ক চাপম্যান, আইজাজ খান ও রয় লামসামের জন্মও হংকংয়ে। গতকাল ১১ জনের দলে হংকংয়ে জন্ম নেওয়া এই চারজনের তিনজন হাজির ছিলেন। বাকি আট জনই পাকিস্তানি! মূলত গতকাল দলটার অর্জনের তালিকায় পাকিস্তানিদেরই প্রাধান্য। ১৫৩ রানের সংগ্রহে অধিনায়ক অ্যাটকিনসন ৩১ রান করেছেন। বাকি রানগুলো তো এসেছে পাকিস্তানিদের ব্যাট থেকেই। শেষ পর্যন্ত ম্যাচটা হারলেও বল হাতে যে তিনটা উইকেট নিয়েছে হংকং তার দুইটাই দখলে নিয়েছেন পাকিস্তানি তানভীর আফজাল ও হাসিব আমজাদ। বাংলাদেশের সঙ্গে হংকংয়ের একটা যোগসূত্র স্থাপন করেছেন মুনির দার। কয়েক বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত এই হংকং ক্রিকেটার ওল্ড ডিওএইচএসে খেলেছেন। ধার করে খেলার রেকর্ড অবশ্য কেবল হংকংয়েরই নয়, আরও অনেকের রয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটটার খেলেছেন। এছাড়া আইরিশ দলে ইংলিশদের প্রাধান্যও লক্ষ্য করার মতো। তবে ধার করা দলে এতটা আধিক্য আগে কোথায় দেখা যায়নি। হংকং দলটার পরিচয়ই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে! গতকাল হংকং হেরে গেছে। এর কারণ কি! প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডের মতো দলকে হারিয়েছিল হংকং। তবে চূড়ান্ত পর্বে খেলতে নেমেই পথ হারায় তারা। ৮০ রানে বিধ্বস্ত হয় নেপালের কাছে। গতকালের হারটা ৭ উইকেটে। হারের কারণ কি, দেশপ্রেমের অভাব! পাকিস্তানি ক্রিকেটারদের হংকংয়ের প্রতি দেশপ্রেমের দায়বদ্ধতা কতটুকু থাকবে! প্রশ্নটা দেখা দিতে পারেই। অন্যের কাঁধে বন্দুক রেখে যুদ্ধ করার ফলটাই হয়ত পেল হংকং।