ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে যুক্তরাস্ট্রের মিয়ামি সনি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। অস্ট্রেলিয়ার ম্যাথু আবডেনের কাছে প্রথম সেট হারলেও পরের দুই সেটে আধিপত্য দেখিয়েই ম্যাচের জয় তুলে নেন ব্রিটিশ নাম্বার ওয়ান মারে।
মারে প্রথম সেটে ৩-০ তে পিছিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সেটটি হারেন। তবে পরের দুই সেটে ম্যাথুকে একদমই দাঁড়াতে দেননি তিনি। দ্বিতীয় ও তৃতীয় সেট ৬-০, ৬-১ এ জিতে নেন।
এ জয়ের মধ্য দিয়ে ব্রিটিশ এ তারকা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরারের সঙ্গে যোগ দিল।
২৬ বছর বয়সী মারে তৃতীয় রাউন্ডে স্পেনের ফেলিচানো লোপেজের বিরুদ্ধে খেলবেন।