হংকংয়ের বিপক্ষে হেরেও রান রেটের জটিল সমীকরণে সুপার টেনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসির আনকোরা দলটির বিপক্ষে দলের হার কোনোভাবেই মেনে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। সমালোচনার বাণে বিদ্ধ করেছেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। বাছাই পর্বের গণ্ডি ডিঙাতে যেখানে ঘাম ছুটেছে টাইগারদের, সেখানে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে মুশফিকদের। সুপার টেনে মুশফিকদের প্রথম ম্যাচ ২৫ মার্চ। তার আগে দুদিন বিশ্রাম করে কাটালেন ক্রিকেটাররা। কাল বিকেএসপিতে অনুশীলন করার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু করেননি। আজ ফতুল্লায় অনুশীলন করবেন। সুপার টেনে নামার আগে স্কোয়াডে একটি পরিবর্তন হচ্ছে। ইনজ্যুরি রুবেল হোসেনের জায়গায় দেখা নেওয়া হচ্ছে অলরাউন্ডার জিয়াউর রহমানকে। জিয়াকে নেওয়া হচ্ছে মূলত ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য। হংকং ম্যাচে শর্ট থার্ডম্যানে ক্যাচ ধরতে যেয়ে আঙুলে ব্যথা পান রুবেল। পরবর্তীতে পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি তিনি। তার খেসারত গুনতে হয়েছে মুশফিকদের ম্যাচ হেরে। দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে রুবেলকে। তার জায়গাতেই একজন সিমিং অলরাউন্ডার নেওয়ার কথা চিন্তা করছেন টিম ম্যানেজমেন্ট। সে হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জিয়া। লেট মিডল অর্ডারে ব্যাটসম্যানরা কোনো রানই পাচ্ছেন না। পুরোপুরি ব্যর্থ ফরহাদ রেজা। বোলিংয়েও ছন্দ পাচ্ছেন না। এমনকি ব্যাটিংয়েও। তার জায়গায় খেলানোর জন্যই 'বিগ হিটার' জিয়াকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। বাছাইপর্বের প্রথম দুই ম্য্যাচে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে উপরের সারির ব্যাটসম্যানদের জন্য শেষের দিকের ব্যাটসম্যানরা রান পাননি। হংকংয়ের বিপক্ষে খেলায় সুযোগ পেয়েও মিডল অর্ডার ও লেট মিডল অর্ডার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২৩ রানে হারায় শেষ ৭ উইকেট। এরপরই টনক নড়েছে ম্যানেজমেন্টের। জিয়া শুধু ব্যাটিং নয়, তৃতীয় সিমার হিসেবে বোলিংও করতে পারেন।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
রুবেলের জায়গায় জিয়া
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর