আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.-এর জনপ্রিয় কোমল পানীয় 'ক্লেমন' প্রতি বছরের মতো এবারও ২৬-২৮ মার্চ কঙ্বাজারের লাবণী পয়েন্টে আয়োজন করতে যাচ্ছে এক জমজমাট বীচ কার্নিভাল। টানা ৩ দিনব্যাপী চমৎকার এই আনন্দ আয়োজনে সব বয়সী সমুদ্রপ্রেমীদের জন্য থাকছে 'ফান এন্ড গেইমস', 'ফায়ার ওয়ার্কস', 'বীচ র্যালি'সহ মজার সব পর্ব। কার্নিভালের শেষে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মেগা কনসার্ট। কনসার্টে গান পরিবেশন করবে ওয়ারফেইজ, মাইলস, প্রমিথিউস এবং ইনসাইড ইউ ব্যান্ডদল। সমুদ্র সৈকতে উপস্থিত দর্শকদের দিনভর বিনোদনে ব্যস্ত রাখার জন্য 'ক্লেমন বীচ কার্নিভাল'-এ আরও থাকছে ক্লেমন ক্লাইম্বিং, কালার কমব্যাট, ট্রাম্পি বাস্কেটবল, বোলিং, হিট অ্যান্ড উইন, ক্যাচ অ্যান্ড উইন, অ্যাংগ্রি বার্ডস, বোলিং স্পিড মিটার এবং সমুদ্রের নির্মল প্রশান্তি উপভোগ করার জন্য কমফোর্ট জোন।
বিজ্ঞপ্তি