শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
রিয়াল-বার্সা মহারণ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
প্রতিশোধ, না প্রতিরোধ। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচকে কি বলবেন? প্রতিশোধের কথা বলবেন রিয়াল সমর্থকরা। বার্সার সমর্থকেরা চাইবেন প্রতিরোধ গড়ে প্রিয় দল ফিরে আসুক শিরোপার লড়াইয়ে। বিশ্বসেরা দুই ক্লাবের আজ ফুটবল মহারণ। অধীর অপেক্ষায় বিশ্বের ফুটবলভক্তরা। সবাই অপেক্ষায় দুই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে। এ এমন এক ম্যাচ, যার আবেদন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চেয়ে কোনো অংশেই কম নয়। দুই দলের পাসিং ও গতিশীল ফুটবল দেখতে রাতের ঘুম হারাম করতেও রাজি ফুটবলপিয়াসীরা। গত অক্টোবরে ন্যু ক্যাম্পে চির প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছিল বার্সা। ওই জয়ের পর ছন্দ হারাতে থাকেন মেসি, জাভি, ইনিয়েস্তারা। অন্যদিকে নিজেদের ছন্দ ফিরে পেতে থাকেন রোনালদো, র্যামোসরা। ওই এল ক্লাসিকোর পর টিটো ভিলানোভার শিষ্যরা হেরেছে চার ম্যাচ এবং ড্র করেছে দুটি। অপরদিকে কোনো ম্যাচ হারেননি রোনালদোরা। তবে আজকের মহারণের আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন মেসিরা ওসাসুনার বিপক্ষে। সাত গোলে জয়ের ওই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে দুই গোল করেন তিনি। তাই বলা যায় এল ক্লাসিকোর আগে বেশ ভালো ফর্মেই রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। এই মৌসুমে এখন পর্যন্ত ৩১ গোল করেছেন বার্সার প্রাণভোমরা। বিপরীতে একইভাবে ফর্মে রয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো। চলতি মৌসুমে এখন পর্যন্ত পর্তুগিজ উইঙ্গারে গোল ৪১টি। ২৫টিই আবার লা-লীগায়। দুই বিশ্ব তারকার লড়াইয়ের আড়ালে আরও একটি দ্বৈরথ উপভোগ করবেন ফুটবলভক্তরা। ব্রাজিলিয়ান নেইমার ও ওয়েলসের গ্যারেথ বেলের। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আজ জিততেই হবে কাতালানদের। চার পয়েন্ট ব্যবধানে বার্সার অবস্থান এখন তৃতীয়। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৮ ম্যাচে ৭০। বার্সার পয়েন্ট ৬৬। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। আজ প্রতিপক্ষের বিপক্ষে যদি জিতে যায় রিয়াল, তাহলে পয়েন্টের ব্যবধান হবে ৭। তাতে শিরোপার জেতার লড়াইয়ে এগিয়ে যাবে কয়েক ধাপ। শিরোপা দুই দলের যারাই জিতুক না কেন, ফুটবলপ্রেমীরা উপভোগ করতে মুখিয়ে আছেন বার্নাব্যুর সবুজ ঘাসের গালিচায় অসাধারণ এক শৈল্পিক ফুটবল যুদ্ধ দেখতে।
এই বিভাগের আরও খবর