শিরোনাম
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- শেয়ারমূল্য পড়ে যাচ্ছে, টেসলা খুঁজছে নতুন সিইও
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
রিয়াল-বার্সা মহারণ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

প্রতিশোধ, না প্রতিরোধ। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচকে কি বলবেন? প্রতিশোধের কথা বলবেন রিয়াল সমর্থকরা। বার্সার সমর্থকেরা চাইবেন প্রতিরোধ গড়ে প্রিয় দল ফিরে আসুক শিরোপার লড়াইয়ে। বিশ্বসেরা দুই ক্লাবের আজ ফুটবল মহারণ। অধীর অপেক্ষায় বিশ্বের ফুটবলভক্তরা। সবাই অপেক্ষায় দুই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে। এ এমন এক ম্যাচ, যার আবেদন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চেয়ে কোনো অংশেই কম নয়। দুই দলের পাসিং ও গতিশীল ফুটবল দেখতে রাতের ঘুম হারাম করতেও রাজি ফুটবলপিয়াসীরা। গত অক্টোবরে ন্যু ক্যাম্পে চির প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছিল বার্সা। ওই জয়ের পর ছন্দ হারাতে থাকেন মেসি, জাভি, ইনিয়েস্তারা। অন্যদিকে নিজেদের ছন্দ ফিরে পেতে থাকেন রোনালদো, র্যামোসরা। ওই এল ক্লাসিকোর পর টিটো ভিলানোভার শিষ্যরা হেরেছে চার ম্যাচ এবং ড্র করেছে দুটি। অপরদিকে কোনো ম্যাচ হারেননি রোনালদোরা। তবে আজকের মহারণের আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন মেসিরা ওসাসুনার বিপক্ষে। সাত গোলে জয়ের ওই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে দুই গোল করেন তিনি। তাই বলা যায় এল ক্লাসিকোর আগে বেশ ভালো ফর্মেই রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। এই মৌসুমে এখন পর্যন্ত ৩১ গোল করেছেন বার্সার প্রাণভোমরা। বিপরীতে একইভাবে ফর্মে রয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো। চলতি মৌসুমে এখন পর্যন্ত পর্তুগিজ উইঙ্গারে গোল ৪১টি। ২৫টিই আবার লা-লীগায়। দুই বিশ্ব তারকার লড়াইয়ের আড়ালে আরও একটি দ্বৈরথ উপভোগ করবেন ফুটবলভক্তরা। ব্রাজিলিয়ান নেইমার ও ওয়েলসের গ্যারেথ বেলের। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আজ জিততেই হবে কাতালানদের। চার পয়েন্ট ব্যবধানে বার্সার অবস্থান এখন তৃতীয়। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৮ ম্যাচে ৭০। বার্সার পয়েন্ট ৬৬। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। আজ প্রতিপক্ষের বিপক্ষে যদি জিতে যায় রিয়াল, তাহলে পয়েন্টের ব্যবধান হবে ৭। তাতে শিরোপার জেতার লড়াইয়ে এগিয়ে যাবে কয়েক ধাপ। শিরোপা দুই দলের যারাই জিতুক না কেন, ফুটবলপ্রেমীরা উপভোগ করতে মুখিয়ে আছেন বার্নাব্যুর সবুজ ঘাসের গালিচায় অসাধারণ এক শৈল্পিক ফুটবল যুদ্ধ দেখতে।
এই বিভাগের আরও খবর