ব্রিটিশ টেনিস নাম্বার ওয়ান অ্যান্ডি মারে যুক্তরাষ্ট্রের মিয়ামি সনি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন। তৃতীয় রাউন্ডে তিনি স্পেনের ফেলিচানো লোপেজকে সরাসরি সেটে হারিয়ে এ জয় পান।
টুর্নামেন্টের ৩২তম বাছাই লোপেজের বিরুদ্ধে মাত্র ৭৩ মিনিটেই ৬-৪, ৬-১ এ ম্যাচটি জিতে নেন ব্রিটিশ এ তারকা খেলোয়াড়। চতুর্থ রাউন্ডে মারে ফ্রান্সের জ উইলফ্রে সোঙ্গার মুখোমুখি হবেন।