বিশ্বের ৮ নম্বর টেনিস তারকা আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রের চলতি মৌসুমের বাকি সময় কোর্টে না নামার সমূহ সম্ভাবনা রয়েছে। বাঁম কনুইয়ে আজ তার অপারেশনের কথা রয়েছে। গত চার বছরের মধ্যে এটা হচ্ছে তার দ্বিতীয় অপারেশন।
আর্জেন্টিনার শীর্ষ এ টেনিস তারকা এর আগে ২০১০ সালের মে মাসে ডান কনুইয়ে অপারেশন করিয়েছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালে ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জিতেছিলেন দেল পোত্র।