ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ভূমিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকা কার্যত একঘরে করে দিয়েছে। এবার ফুটবল বিশ্বেও রাশিয়াকে বিছিন্ন করে দেওয়ার চেষ্টা শুরু হল। আর তাই ব্রাজিল বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানান হল।
দুই মার্কিন সিনেটর ফিফা সভাপতি সেপ ব্লাটারকে চিঠি লিখে দাবি করেন, ক্রিমিয়া কাণ্ডে ইউক্রেনের ওপর যে অবিচার পুতিন করেছেন ২০১৮ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া উচিত। এমনকি ২০১৪ বিশ্বকাপেও রাশিয়াকে বাদ দেওয়া উচিত।
শুধু সিনেটরদের চিঠিই নয়, ইউরোপের বিভিন্ন দেশ উয়েফার কাছে প্রস্তাব পাঠিয়েছে তাদের সংগঠন থেকে সাসপেন্ড করা হোক রাশিয়াকে। ফিফার কাছেও এই বিষয়ে চাপ বাড়ছে।