বিশ্বকাপে টিকে থাকার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। কাঙ্ক্ষিত সেই জয় প্রোটিয়াসরা অর্জন করল বলতে গেলে ইতিহাসের বিপরীতে পথ চলেই। প্রবল চাপ মাথায় নিয়ে ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জয় করে মাত্র ২ রানে! দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে দুজন তারকা খেলেছেন সেরা ক্রিকেট। একজন বলে, অপরজন ব্যাটে। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপথে যেতে বসেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। তবে ডুমিনি ও আমলা বিপথ থেকে পথে তুলে নেন দলকে। ডুমিনি মাত্র ৪৩ বলে খেলেন ৮৬ রানের চমৎকার এক ইনিংস। ১০টি চারের পাশাপাশি ৩টি ছয়ের মারও ছিল এই ঝড়ো গতির ইনিংসে। ব্যাট হাতে ডুমিনি ঝড়ের পর দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ঝড় তুলেন ডেল স্টেইন। চার ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। চারটা উইকেট পেলেও ম্যাচ সেরা তারকা হওয়ার দৌড়ে ডুমিনির পিছনে পড়ে যান তিনি। বিচারকদের দৃষ্টিতে ডেল স্টেইনের চার উইকেটের চেয়ে মূল্যবান মনে হয় ডুমিনির ৮৬ রান। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ডুমিনিই। ম্যাচ সেরার
পুরস্কারও গেছে তার ঝুলিতে।