প্রায় প্রতি ম্যাচেই ক্রিজে যখন ব্যাট হাতে নামছেন, তখন তার ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে ব্যাটিং করার থেকে সহজ কোনও কাজ নেই। বর্তমান থেকে প্রাক্তন প্রত্যেকেই এখন ভুগছেন তার জ্বরে। সেই তালিকা থেকে বাদ যাননি প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবও। বলছিলাম ভিরাট কোহলির কথা।
ভিরাটকে নিয়ে বেশ আশাবাদি কপিল দেব। তার বিশ্বাস, ভিরাট যেভাবে ব্যাট করছেন, তাতে বিশ্ব ক্রিকেটের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে। এমনকী, রেকর্ডের বিচারে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকরকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে দিল্লির এই ব্যাটসম্যানটির। এজন্য তবে অবশ্যই চোট-আঘাত মুক্ত থাকতে হবে ভিরাটকে।
কপিলের মতে, 'আমি কারোর সঙ্গে তুলনায় যেতে চাই না। কারণ দ্বিতীয় কোনও ব্যাটসম্যান কোনওদিনই আসবে না। এমনকী আরেকটা সচিন টেন্ডুলকর পাওয়াও খুব কঠিন। কিন্তু ভিরাটের ট্যালেন্ট সত্যি অনেক। ২৪ বছর বর্ষীয় ভিরাটের জন্য যা অনেক। যদি এইভাবেই ও চালিয়ে যেতে পারে, তাহলে একদিন সচিনকে টপকানোরও ক্ষমতা রাখে ভিরাট।
তিনি আরও বলেন, 'ভিরাট যেভাবে এতদিন ব্যাট করছে৷ আর ওর মধ্যে যা ট্যালেন্ট রয়েছে, তাতে ৩২-৩৪ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেললেই সে অনায়াসে সচিন এবং ভিভ রিচার্ডসের মতো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের রেকর্ডকে ছাপিয়ে যাবেন।
ভিরাটের প্রসঙ্গের পাশাপাশি এবছর আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ায় গড়াপেটার সম্ভাবনা বেড়ে যাওয়ার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন 'হরিয়ানা হ্যারিকেন'।
তিনি বলেন, 'ক্রিকেটকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াটা খুবই ভালো চিন্তাভাবনা। আর আমি মনে করি না যে টুর্নামেন্টটা আমিরশাহীতে নিয়ে গেলেই আরও গড়াপেটা হবে। কারণ ওখানের মানুষও ক্রিকেট খেলাটাকে খুব পছন্দ করে। আরব দেশে ক্রিকেট ফেরাতে আমি খুবই খুশি। আশা করছি এবার আরও ভালো টুর্নামেন্টটা হবে।