বিশ্বের দু’নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন। গতকাল সোমবার পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডে সেন্টার কোর্টে কাজাখিস্থানের অ্যান্দ্রে গোলুবেভকে স্ট্রেট সেটে (৬-০,৬-১,৬-৪) পরাস্ত করেন সার্বিয়ান এই তারকা।
গোলুবেভের সঙ্গে মাত্র ৮৮ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডের আসন পাকা করেন জোকার। এর পরের রাউন্ডে চেক প্রজাতন্ত্রের রাদেক স্টেপানেকের বিরুদ্ধে নামবেন তিনি। ম্যাচ জিতে ২৭ বছর বয়সি এই তারকা জানান, 'এর থেকে আর ভাল শুরু হতে পারত না ৷ প্রথম দুটো সেটের পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি।'