উইম্বলডনে প্রথম রাউন্ডে সহজেই জয় পেলেন গতবারের চ্যাম্পিয়ন ব্রিটিশ অ্যান্ডি মারে। গতকাল পুরুষ এককের প্রথম রাউন্ডে সেন্টার কোর্টে বেলজিয়ামের ডেভিড গফিনকে ৬-১, ৬-৪, ৭-৫ সেটে হারান তিনি। খবর বিবিসির
প্রথম সেটে তৃতীয় বাছাই মারের সামনে দাঁড়াতেই পারেনি অবাছাই গফিন। একটি মাত্র গেম জেতেন তিনি। পরের দু’টি সেটে পারফরম্যান্সের ক্রমাগত উন্নতি করেন তিনি। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেন ৷ কিন্তু মারের অভিজ্ঞতার কাছে হার স্বীকার করতে হয় তাকে। তৃতীয় সেটে পাঁচটি গেম জিতেও শেষরক্ষা করতে পারেননি বেলজিয়ামের এ খেলোয়াড়।
ম্যাচ শেষে মারে বলেন, ‘ম্যাচে ভালো লড়াই হয়েছে। কিন্তু তিন সেটে ম্যাচ শেষ করতে পেরে খুশি। সকালের দিকে আমি একটু নার্ভাস ছিলাম।’
দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়ার ব্ল্যাজ রোলার বিরুদ্ধে খেলবেন মারে। গত বছর উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে ব্রিটেনের ৭৬ বছরের রেকর্ড ভাঙেন তিনি।
এদিকে, প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে সাব্কে ইউএস ওপেন জয়ী অস্ট্রেলিয়ার সামান্থা স্টাসুর। মহিলা এককের প্রথম রাউন্ডে বেলজিয়ামের ইয়ানা উইকমেয়ারের কাছে সরাসরি সেটে (৩-৬, ৪-৬) হারেন তিনি। তবে সহজেই প্রথম রাউন্ডের বাধা টপকেছেন ভিক্টোরিয়া আজেরেঙ্কা। ক্রোয়েশিয়ার লুসি ব্যারোনিকে ৬-৩, ৭-৫ সেটে হারান তিনি।