ইংল্যান্ড পৌঁছেই দারুণ অস্বস্তিতে পড়লেন ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। একটি বিজ্ঞাপনে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর শ্যুট করে এবার ভালোমতোই বেকায়দায় পড়লেন তিনি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত ভারত অধিনায়কের নামে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করল। ধোনিকে গ্রেফতার করে আগামী ১৬ জুলাই অাদালতে উপস্থিত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আদালতের নির্দেশমতো তিনবার ধোনিকে সমন পাঠিয়েও কোনো লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারই এ সিদ্ধান্ত নিয়েছে অনন্তপুর আদালত। একটি ম্যাগাজিনের কভারপৃষ্ঠার ছবিতে ধোনির ‘বিষ্ণু অবতার’ দেখে একেবারেই পছন্দ হয়নি বিশ্ব হিন্দু পরিষদের। ছবিটির নিচের ক্যাপশন ছিল, ‘গড অফ বিগ ডিলস।'
ম্যাগাজিনটি প্রকাশ হওয়ার পর স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা ওয়াই শ্যাম সুন্দর ধোনির বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু আদালত থেকে ভারত অধিনায়কের কাছে একাধিকবার সমন পাঠালেও ধোনি তাতে কোনো ভ্রুক্ষেপ করেননি। উল্টে সমনগুলোকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার তাই আরো কড়া পথেই হাঁটার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ আদালত। ধোনির বিরুদ্ধে অনন্তপুর আদালত ছাড়াও দিল্লি, পুণে এবং ভারতের অন্যান্য শহরের আদালতেও এ বিষয়ে পিটিশন দাখিল করা হয়েছে।