ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গ্রেফতার হতে পারেন। হিন্দু মনোভাব এবং ধ্যান ধারণার আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের একটি আদালত ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অনন্তপুরে স্থানীয় আদালতে বেশ কিছুদিন ধরে এ মামলা চলছে। আদালতের পক্ষ থেকে ভারতীয় অধিনায়ক হাজির হওয়ার জন্য তিনবার সমন জারি করা হলেও তিনি উপস্থিত হননি। এরপরই ওয়ারেন্ট জারি করে আদালত। ধোনিকে ১৬ জুলাই আদালতে শেষবারের মতো হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। মামলাটি ২০১৩ সালে সমনে আসে। এপ্রিল মাসে বিজনেস টুডে ম্যাগাজিনের কভার পেজে ধোনির ছবি ছাপা হয়। সেই ছবিতে হিন্দু দেবতা বিষ্ণুর বেশে তাকে দেখানো হয়েছিল। তার কয়েকটি হাতে আলাদা আলাদা প্রোডাক্ট ছিল। এক হাতে আবার জুতাও ছিল। যা হিন্দু সম্প্রদায়কে মুগ্ধ করে তুলে। বিশ্ব হিন্দু পরিষদের সদস্য অনন্তপুরের ওয়াইশ্যাম সুন্দর এ বছর ফেব্রুয়ারিতে ধোনির বিরুদ্ধে হিন্দু মনোভাব এবং ধারণায় আঘাতের অভিযোগে মামলা করে। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, এ মামলা দিল্লি, পুনে এবং অন্যান্য শহরে দায়ের করা হয়েছিল।