এমনটার দেখা মিলে সিনেমায়। বিশেষ করে ভৌতিক কিংবা ভিন গ্রহের সিনেমাগুলোতে। সিনেমায় অ্যালিয়েনদের হাত, পায়ের আঙ্গুল থাকে তিনটি করে। চোখ দুটি। কিন্তু ভয়ঙ্কর। শারীরিক গঠন অদ্ভুত। অ্যালিয়েনদের মতো না হলেও দুই হাতে ছয়টি করে মোট ১২ আঙ্গুল! তাও একজনের নয়, ১৪ জনের। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার শহরতলী আগাস ক্লারাসে বাস করেন সিলভা পরিবার। অবিশ্বাস্য হলেও সত্যি, সিলভা পরিবারের চৌদ্দ সদস্যের সবার এক এক হাতের আঙ্গুল ছয়টি করে। সিলভারা যেন ব্রাজিলের অ্যালিয়েন। সিলভা পরিবার মনে করছে, তাদের ছয় আঙ্গুলের ভাগ্যে এবার হেক্সা জিতকে ব্রাজিল।
৬৪ বছর পর আবারও ব্রাজিলে বসেছে ফুটবলের মেগা ইভেন্ট, ব্লক বাস্টার ইভেন্ট বিশ্বকাপ। ফুটবল মহাযজ্ঞকে ঘিরে উৎসবে মাতোয়ারা বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটি। উৎসবের ঢেউ এসে লেগেছে সিলভা পরিবারেও। সিলভারা ঘর সাজিয়েছেন ব্রাজিলের পতাকায়। দলের সাফল্য কামনায় গায়ে চড়িয়েছেন প্রিয় দলের হলুদ জার্সি। এখন অপেক্ষা শুধু হেক্সা জয়ের। ছয় আঙ্গুলের পরিবার চাইছেন এবার যেন প্রিয় ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে। পরিবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য অ্যানা ক্যারোলিনা স্যান্তোস দ্য সিলভা চাইছেন ব্রাজিল চ্যাম্পিয়ন হোক, 'গত বিশ্বকাপেও আমরা চেয়েছিলাম ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। কিন্তু হতে পারেনি। কিন্তু এবার আমরা মনে-প্রাণে চাইছি ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক।' যদি হেক্সা জিততে পারে প্রিয় দেশ, তাহলে নিজেদের ভাগ্যবান মনে করবেন সিলভা, 'আমরা বিব্রত নই হাতে ছয় আঙ্গুল বলে। খুশি হব, আনন্দিত হব যদি ব্রাজিল হেক্সা জিততে পারে। তখন আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করব। ভাবব আমাদের ভাগ্যে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।'
ছয় আঙ্গুল নিয়ে মোটেই বিব্রত নন সিলভা পরিবার। এটা জেনেটিক্যালি বলেই ডাক্তাররা মনে করেন। এই রোগকে বলে 'পরিড্যাকটাইল'। পরিড্যাকটাইলের জন্য পায়ের আঙ্গুলও বেশি হতে পারে। হাতে বাড়তি আঙ্গুল থাকায় ঘর গৃহস্থালির কাজ করতে সুবিধা হয় বলে জানায় পরিবারের আট বছরের মারিয়া মোরেনা সিলভা, 'আমি কখনই পিয়ানো বাজাইনি। কিন্তু আমি বাজাইতে চাই। আমি মনে করি ছয় আঙ্গুল দিয়ে কাজটি খুব সহজ হবে।' ১৪ বছরের অ্যাসিস ডি সিলভা বলেন, 'ছয় আঙ্গুল দিয়ে ঘরের কাজ করতে বাড়তি সুবিধা পাই। এছাড়া গিটার বাজাতেও সুবিধা পাই।'
ঘর গৃহস্থালি কিংবা পিয়ানো, গিটার বাজাতে বাড়তি সুবিধা পাচ্ছেন। তারপরও সিলভা পরিবার মনে করছে এবার তাদের আঙ্গুলের ভাগ্যেই বিশ্বচ্যাম্পিয়ন হবে ব্রাজিল। এখন সময়ই বলবে, ছয় আঙ্গুলের সিলভা পরিবার কতটা ভাগ্যবান।