ব্রাজিলকে যেমন বলা হয় ফুটবলের দেশ। ফুটবল এখানে ধর্ম। সেই ব্রাজিলের আরেক পরিচয় পেলের দেশ বলে। পেলের দেশে ‘ব্লকবাস্টার’ ইভেন্ট বিশ্বকাপ হচ্ছে, অথচ কোনো সরব উপস্থিতি নেই কালো মানিকের। মাঠে গিয়ে খেলা দেখছেন না ফুটবল জাদুকর। কেন? কারও মতে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তেমন গুরুত্ব দিচ্ছেন না পেলেকে। কেউ আবার বলছেন, ফিফা পাত্তাই দিচ্ছে না তাকে। আবার কারও মতে, পেলের উপস্থিতি ভালোভাবে নিচ্ছেন না জনতা। সব মিলিয়ে নানা উত্তর।
১৯৫০ সালে প্রথম যখন ব্রাজিলে বিশ্বকাপ আসর বসেছিল, তখন পেলের বয়স ছিল মাত্র ৯। অলিতে-গলিতে সমবয়সীদের সঙ্গে সারা দিন ফুটবল খেলেন। সেবার মাঠে গিয়ে খেলা দেখেননি। ঘরে বসে বাবার সঙ্গে রেডিওতে খেলা শুনেছেন। ৬৪ বছর পর আবার ফুটবল মহাযজ্ঞ বসেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিতে। ৩২ দেশ মেতে উঠেছে ফুটবল সৌকর্যে। অন্য সব সময়কার মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। অথচ প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন না। রেডিওতে শুনছেন। রেডিওতে ধারাবিবরণী শোনার কথা স্বীকারও করেছেন পেলে, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের ম্যাচের ধারাবিবরণী শুনলাম রেডিওতে। প্রথম ১৯৫০ সালে। আর এবার।’ কেন এমন হলো? ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কি তাহলে দাওয়াত দেয়নি পেলেকে? কোনো উত্তর নেই কারও। শোনা যায়, মেক্সিকো ম্যাচে মাঠে যেতে চেয়েছিলেন। কিন্তু যানজটের জন্য যেতে পারেননি। শুধু মাঠে নয়, পেলেকে দেখা যায়নি ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানেও। গুঞ্জন, ফেডারেশন দাওয়াত দেয়নি কালোমানিককে। এও আলোচনা হচ্ছে ব্রাজিলে, ১৩ জুলাই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন সে দেশের সুপার মডেল জিশেল বুণ্ডশেন। কেন অবহেলা করা হচ্ছে ফুটবল জাদুকরকে? পেদ্রো রদ্রিগো নামে এক ব্রাজিলিয়ান বলেন, ‘ব্রাজিলের বাইরের লোকের কাছে পেলের কদর অনেক। তারা হয়তো বিশ্বকাপের সঙ্গে পেলেকেও দেখতে এসেছেন।’ পেলের ক্লাব স্যান্তোস ফুটবল ক্লাব জাদুঘরের ইতিহাসবিদ গুইলার্মো বলেন, ‘ফিফার সঙ্গে পেলের সম্পর্ক ভালো নয়। এ জন্য তিনি উপেক্ষিত।’ গুতেরমানের মতে, ‘ব্রাজিলিয়ানদের কাছে পেলে জনপ্রিয় নন। বিদেশিরা গুরুত্ব দিলেও দেশের জনগণ তাকে আমল দেয় না। পেলের চেয়ে অন্য ফুটবলাররা অনেক বেশি গুরুত্ব পান জনগণের কাছে।’
শিরোনাম
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
মাঠে যাচ্ছেন না পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর