ব্রাজিলকে যেমন বলা হয় ফুটবলের দেশ। ফুটবল এখানে ধর্ম। সেই ব্রাজিলের আরেক পরিচয় পেলের দেশ বলে। পেলের দেশে ‘ব্লকবাস্টার’ ইভেন্ট বিশ্বকাপ হচ্ছে, অথচ কোনো সরব উপস্থিতি নেই কালো মানিকের। মাঠে গিয়ে খেলা দেখছেন না ফুটবল জাদুকর। কেন? কারও মতে, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তেমন গুরুত্ব দিচ্ছেন না পেলেকে। কেউ আবার বলছেন, ফিফা পাত্তাই দিচ্ছে না তাকে। আবার কারও মতে, পেলের উপস্থিতি ভালোভাবে নিচ্ছেন না জনতা। সব মিলিয়ে নানা উত্তর।
১৯৫০ সালে প্রথম যখন ব্রাজিলে বিশ্বকাপ আসর বসেছিল, তখন পেলের বয়স ছিল মাত্র ৯। অলিতে-গলিতে সমবয়সীদের সঙ্গে সারা দিন ফুটবল খেলেন। সেবার মাঠে গিয়ে খেলা দেখেননি। ঘরে বসে বাবার সঙ্গে রেডিওতে খেলা শুনেছেন। ৬৪ বছর পর আবার ফুটবল মহাযজ্ঞ বসেছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটিতে। ৩২ দেশ মেতে উঠেছে ফুটবল সৌকর্যে। অন্য সব সময়কার মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। অথচ প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাচ্ছেন না। রেডিওতে শুনছেন। রেডিওতে ধারাবিবরণী শোনার কথা স্বীকারও করেছেন পেলে, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের ম্যাচের ধারাবিবরণী শুনলাম রেডিওতে। প্রথম ১৯৫০ সালে। আর এবার।’ কেন এমন হলো? ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কি তাহলে দাওয়াত দেয়নি পেলেকে? কোনো উত্তর নেই কারও। শোনা যায়, মেক্সিকো ম্যাচে মাঠে যেতে চেয়েছিলেন। কিন্তু যানজটের জন্য যেতে পারেননি। শুধু মাঠে নয়, পেলেকে দেখা যায়নি ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানেও। গুঞ্জন, ফেডারেশন দাওয়াত দেয়নি কালোমানিককে। এও আলোচনা হচ্ছে ব্রাজিলে, ১৩ জুলাই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন সে দেশের সুপার মডেল জিশেল বুণ্ডশেন। কেন অবহেলা করা হচ্ছে ফুটবল জাদুকরকে? পেদ্রো রদ্রিগো নামে এক ব্রাজিলিয়ান বলেন, ‘ব্রাজিলের বাইরের লোকের কাছে পেলের কদর অনেক। তারা হয়তো বিশ্বকাপের সঙ্গে পেলেকেও দেখতে এসেছেন।’ পেলের ক্লাব স্যান্তোস ফুটবল ক্লাব জাদুঘরের ইতিহাসবিদ গুইলার্মো বলেন, ‘ফিফার সঙ্গে পেলের সম্পর্ক ভালো নয়। এ জন্য তিনি উপেক্ষিত।’ গুতেরমানের মতে, ‘ব্রাজিলিয়ানদের কাছে পেলে জনপ্রিয় নন। বিদেশিরা গুরুত্ব দিলেও দেশের জনগণ তাকে আমল দেয় না। পেলের চেয়ে অন্য ফুটবলাররা অনেক বেশি গুরুত্ব পান জনগণের কাছে।’
শিরোনাম
- বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
- শেখ মুজিবের পোষ্টার লাগাতে গিয়ে গণপিটুনি খেল ৪ ছাত্রলীগকর্মী
- পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
- রাশিয়ার ‘আলাস্কা’ যেভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়েছিল?
- শেবাচিম ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অনশন নিষিদ্ধ
মাঠে যাচ্ছেন না পেলে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর