প্রত্যাশামাফিক সহজেই উইম্বলডনের প্রথম রাউন্ডের গণ্ডি পেরোলেন সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভা। গতকাল মেয়েদের এককে স্বদেশি অ্যানা তাতিসভিলিকে সরাসরি ৬-১, ৬-২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেন বিশ্বের এক নন্বর তারকা সেরেনা উইলিয়ামস।
অল ইংল্যান্ড ক্লাবে ষষ্ঠ বার ট্রফি জয়ের লক্ষ্যে কোর্টে নামেন মার্কিন এ টেনিস তারকা। গার্বিন মুগুরুজার কাছে হেরে ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল সেরেনাকে। উইম্বলডনের প্রথম রাউন্ডে অবশ্য বেশ দৃঢ়প্রতিজ্ঞ দেখায় টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নকে। মাত্র ৬১ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি। ৩২ বছর বয়সী সেরোনা তার ৫৬ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে মাত্র একবার প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন।
অন্যদিকে ব্রিটেনের সামান্থা মারেকে সরাসরি ৬-১, ৬-০ সেটে হারিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেন মারিয়া শারাপোভা। মাত্র সপ্তাহ দুয়েক আগে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়া মারিয়ার খেলায় এদিন আত্মবিশ্বাস ছিল। সামান্থা মাত্র একটি গেম জিততে সমর্থ হন। ১০ বছর আগে মাত্র ১৭ বছর বয়সে অল ইংল্যান্ড ক্লাবেই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সূচনা হয়েছিল শারাপোভার।