আরো একবার রিয়েল মাদ্রিদের সঙ্গে যুক্ত হলেন ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদান। আগামী মৌসুমে রিয়েলের তৃতীয় ডিভিশনের দল ক্যাস্টিয়ার কোচিং করাবেন তিনি। ক্লাবটির ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে।
জিদানকে সঙ্গ দেবেন তরুণ কোচ স্যান্তিয়াগো স্যাঞ্চেজ। জিদান আর স্যাঞ্চেজ মিলে ইতিমধ্যেই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ২০১৩-১৪ সালে রিয়াল মাদ্রিদ দলের সহকারী কোচ হিসেবে কার্লো অ্যান্সেলোত্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জিদানের। তখন চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে’ তে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেয় রিয়েল।
৪২ বছর বয়সী জিদান ২০০৬ বিশ্বকাপেই শেষ বার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। ওই বছর ‘গোল্ডেন বুট’ও পেয়েছিলেন তিনি। অবসর নেওয়ার পর থেকেই রিয়েলের কোচ হিসেবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার।