ক্রিকেটের বিশ্বকাপ বলে খ্যাত উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে উঠেছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চীনের লি না। আজ সরাসরি সেটে ৬-২, ৬-২ গেমে তিনি অস্ট্রিয়ার মিউসবারজারকে হারান। খবর বিবিসির
সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লি না। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ ততটা ভালো খেলতে না পারলেও প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের জন্য তার পারফরম্যান্স যথেষ্ট ছিল। তৃতীয় রাউন্ডে তিনি চেক রিপাবলিকের বারবোরা জাহলাবোবা স্ট্রাইকোভার বিরুদ্ধে খেলবেন।