বিশ্বকাপ ফুটবলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ায় পদত্যাগ করেছেন আইভরি কোস্টের কোচ লামুচি।
গতকাল রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্রিসের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট।
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর আইভরি কোস্ট কর্তৃপক্ষের সঙ্গে ফ্রান্সের সাবেক এ তারকার চুক্তি মোতাবেক চলতি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু দল গ্রুপ পর্যায়েই বিদায় নেয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন লামুচি।