বিশ্বকাপের প্রতি আসরেই কোনো না কোনো চমক থাকে। থাকে ক্যারিশমাও। তবে ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত নতুন খেলোয়াড়দের ক্যারিশমা চোখে পড়েনি। কিন্তু দল হিসেবে চমক দেখিয়েছে কোস্টারিকা। ‘মৃত্যুকূপ’ খ্যাত ‘ডি’গ্রুপ থেকে তিন বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব। সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা নেইমার, মুলার, রোবেন, বেনজেমা, পার্সি কিংবা মেসি তো সবার নজরেই ছিলেন। তবে কলম্বিয়ার জেমস রদ্রিগেজ ও ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া তিনটি করে গোল দিয়ে আলোচনায় এসেছেন এবার। ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনসহ তিন বিশ্বচ্যাম্পিয়নের (ইতালি, ইংল্যান্ড) গ্রুপ পর্ব থেকে বিদায়। আর ধারাবাহিকতা বজায় রেখে গত আসরের মতো এবারও গ্রুপ পর্বে দাপট লাতিন দলগুলোর। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নেওয়া পাঁচ লাতিন দলই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। এবার ব্রাজিল স্বাগতিক দেশ হওয়ায় চূড়ান্ত পর্বে খেলছে ছয় দল। ইতিমধ্যেই পাঁচ দল- ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর গত রাতে ফ্রান্সকে হারিয়ে ইকুয়েডর দ্বিতীয় রাউন্ডে উঠেছে কিনা তা আপনারা জেনেই গেছেন। শুধু লাতিন নয়, এবার বিশ্বকাপে পুরো আমেরিকারই আধিপত্য। উত্তর ও মধ্য আমেরিকার চার দেশের মধ্যে একমাত্র হন্ডুরাস ছাড়া বাকি তিন দল- যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও মেক্সিকো নিশ্চিত করেছে পরের রাউন্ড। সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে এশিয়ানরা। এই অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা চার দল -অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান সুবিধা করতে পারেনি। জাপান ও অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে। ইরানের যে কিঞ্চিৎ আশাটুকু ছিল তাও শেষ হয়ে গেছে গতকাল বসনিয়ার কাছে শোচনীয়ভাবে হেরে। আর দক্ষিণ কোরিয়ার ভাগ্য আজই নির্ধারিত হবে।
আজ গ্রুপ পর্বের শেষ দিন। গতকাল এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আফ্রিকান কোনো দল নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি। যে আইভরি কোস্ট ও ক্যামেরুনকে নিয়ে আফ্রিকানরা গর্ব করে উভয় দলই তো আগে বাদ পড়েছে। অন্যদিকে নাইজেরিয়ানদের ভাগ্যবানই বলতে হয়। গতকাল তারা আর্জেন্টিনার কাছে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে সুপার সিক্সে ঠাঁই পেয়েছে। আর ঘানা ও আলজেরিয়া দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে কিনা তা নির্ধারিত হবে আজ। পরের রাউন্ডের টিকিট পেতে হলে রোনালদোর পর্র্তুগালের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে ঘানাকে। অন্য ম্যাচে জার্মানি-যুক্তরাষ্ট্র ড্র করলে জিতেও বাদ পড়ে যাবে ঘানা। তবে গ্রুপ ‘এইচ’-এ রাশিয়ার সঙ্গে জিতলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে আলজেরিয়া।
কিন্তু গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া যদি বেলজিয়ামকে হারাতে না পারে তবে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আলজেরিয়ানদের।
শিরোনাম
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
আমেরিকানদের আধিপত্য
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর