প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব নিলেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয়। এই সভায় ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এন শ্রীনিবাসনকেও দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের মানুষ মনেপ্রাণে ক্রিকেট ভালবাসে। তাদের এগিয়ে যাওয়ার পথে ক্রিকেট একটি প্রেরণা। সবার দোয়ায় দেশের পক্ষে এই সম্মান পাওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।