অষ্টম বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্ক উইম্বলডনের আসর থেকে ছিটকে গেলেন। গতকাল বুধবার দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৪৫ নম্বর সার্বিয়ার বোজানা জোভানস্কির কাছে হেরে অল ইংল্যান্ড ক্লাব থেকে বিদায় নিলেন তিনি।
তিন সেটের লড়াইয়ে জোভানস্কির কাছে ৩-৬, ৬-৩, ৫-৭ সেটে হারেন ২৪ বছর বয়সি বেলারুশের সুন্দরী। চার বছর আগে উইম্বলডনের আসরেই জোভানস্কিকে হারিয়েছিলেন আজারেঙ্কা।
আজারেঙ্কা চোটের জন্য প্রায় তিন মাস কোর্টের বাইরে ছিলেন। শেষ সপ্তাহেই তিনি ইস্টবোর্নের আসরে প্রত্যাবর্তন করেন। এর আগে মাত্র দু’বারই উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছিলেন আজারেঙ্কা।