আফ্রিকানরা কতটা দুঃসাহসী তার প্রমাণ পেল ইউরোপীয়ানরা। জয়ের বন্দরে তরী ভিড়িয়েছে ইউরোপই। কিন্তু আটলান্টিকের উত্তাল ঢেউয়ের তালে তালে ইউরোপকে দিশেহারা করে দিয়েছিল আফ্রিকা। সুপার ঈগলের থাবায় ফরাসিদের চোখেমুখে নেমে এসেছিল আফ্রিকার অন্ধকার। আলজেরিয়ার বিপক্ষে জার্মানরা দেখছিল, আরও একটি পরাজয়! তবে আফ্রিকান বজ্র আঁটুনি শেষ পর্যন্ত খুলে আটলান্টিকেই নিক্ষেপ করেছে ইউরোপ। ফ্রান্স জিতেছে ২-০ গোলে। পল পগবার দুর্দান্ত গোল এবং ইয়োবুর আত্মঘাতি গোলে জয় পেয়েছে ফরাসিরা। জার্মানদের জয় ২-১ ব্যবধানের। আন্দ্রে স্কার্ল এবং মেসুট অজিল জয় উপহার দিয়েছেন জার্মানদের। আবদেল মোমিন গোল করলেও আলজেরিয়ার পরাজয় রুখতে পারেননি। ৪ জুলাই মারাকানা স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে ফ্রান্স-জার্মানির। ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট জার্মানির অগ্রাভিযান রুখতে পারেনি মরুর যোদ্ধারা (দি ডিজার্ট ওয়ারিয়র)। শেষ আটে পৌঁছে গেছে জার্মানরা। আরও একবার সেমিফাইনাল খেলার হাতছানি জোয়াকিম লোর দলের সামনে। জার্মানদের এই অগ্রাভিযান কি একটা প্রবাদ বাক্য পরিবর্তন করতে পারবে? জার্মানরা সেমিফাইনালের দল- প্রবাদ ভুল প্রমাণ করতে হলে অগ্রাভিযান অব্যাহত রাখতে হবে লোর শিষ্যদের। কিন্তু সামনে আছে জার্মান বন্যা রুখবার ফরাসি বাঁধ। অতীত তো ফরাসিদেরই পক্ষে। দুই দলের ২৫বারের সাক্ষাতে ১১ বারই জিতেছে ফ্রান্স। ৮ বার জয় পেয়েছে জার্মানি। তবে বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানদের বিপক্ষে পিছিয়ে আছে ফরাসিরা। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স পরাজিত হয়েছিল জার্মানদের কাছে। বিশ্বকাপে জার্মানদের বিপক্ষে ফরাসিদের একমাত্র জয় ১৯৫৮ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে (৬-৩)। বিশ্বকাপের মঞ্চে জার্মানদের কাছে ফরাসিরা পিছিয়ে থাকলেও ব্রাজিলের প্রেক্ষাপটটা ভিন্ন। গত চারটা ম্যাচে একমাত্র ফরাসিরাই ধারাবাহিকতা দেখিয়েছে। ২০০৬ সালের পর আরও একবার ফরাসি বিপ্লবের ঢেউ প্লাবিত করছে ফুটবল বিশ্বকে। জিদান যুগের পর বেনজেমারা আরও একবার ফরাসিদের স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব জয়ের। কেবল বেনজেমাই তো নন। পল পগবা, প্যাট্রিস এভরা, মাতুইদিরাও খেলছেন দুর্দান্ত। অতীত তো অতীতই। বর্তমানটাই মুখ্য। আলজেরিয়ানরা জার্মানদের বিপক্ষে কখনো হারেনি। তাদেরকে হারতে হলো ব্রাজিল বিশ্বকাপে।
ব্রাজিল বিশ্বকাপে অনেক অতীতই তো বদলে গেল। করিম বেনজেমা, পল পগবা, প্যাট্রিস এভরাদের নিয়ে দিদিয়ের দেশম যেমন ফরাসি বিপ্লবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনি জোয়াকিম লোও জার্মান অগ্রাভিযান পরিচালনা করছেন মুলার, অজিল, শোয়েইন স্ট্রাইগার, ক্লোসাদের নিয়ে। জার্মান ফাইটাররা কি রাইনের সীমানা পেরিয়ে প্যারিস পর্যন্ত পৌঁছে যাবে? নাকি ফরাসিদের বাধার মুখে ধসে পড়বে জার্মান বম্বার! ৪ জুলাই এর জবাবটা জানা যাবে। জার্মানি অথবা ফ্রান্স। সাবেক দুই চ্যাম্পিয়ন মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। এর অর্থ, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিচ্ছে আরও এক বিশ্বচ্যাম্পিয়ন। স্পেন, ইতালি, ইংল্যান্ডের পথ ধরে এরই মধ্যে বিদায় নিয়েছে উরুগুয়ে। চার বিশ্বচ্যাম্পিয়নের পথ ধরবে কারা? ফ্রান্স নাকি জার্মানি?
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
কোয়ার্টারে দুই পরাশক্তির লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর