আফ্রিকানরা কতটা দুঃসাহসী তার প্রমাণ পেল ইউরোপীয়ানরা। জয়ের বন্দরে তরী ভিড়িয়েছে ইউরোপই। কিন্তু আটলান্টিকের উত্তাল ঢেউয়ের তালে তালে ইউরোপকে দিশেহারা করে দিয়েছিল আফ্রিকা। সুপার ঈগলের থাবায় ফরাসিদের চোখেমুখে নেমে এসেছিল আফ্রিকার অন্ধকার। আলজেরিয়ার বিপক্ষে জার্মানরা দেখছিল, আরও একটি পরাজয়! তবে আফ্রিকান বজ্র আঁটুনি শেষ পর্যন্ত খুলে আটলান্টিকেই নিক্ষেপ করেছে ইউরোপ। ফ্রান্স জিতেছে ২-০ গোলে। পল পগবার দুর্দান্ত গোল এবং ইয়োবুর আত্মঘাতি গোলে জয় পেয়েছে ফরাসিরা। জার্মানদের জয় ২-১ ব্যবধানের। আন্দ্রে স্কার্ল এবং মেসুট অজিল জয় উপহার দিয়েছেন জার্মানদের। আবদেল মোমিন গোল করলেও আলজেরিয়ার পরাজয় রুখতে পারেননি। ৪ জুলাই মারাকানা স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে ফ্রান্স-জার্মানির। ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট জার্মানির অগ্রাভিযান রুখতে পারেনি মরুর যোদ্ধারা (দি ডিজার্ট ওয়ারিয়র)। শেষ আটে পৌঁছে গেছে জার্মানরা। আরও একবার সেমিফাইনাল খেলার হাতছানি জোয়াকিম লোর দলের সামনে। জার্মানদের এই অগ্রাভিযান কি একটা প্রবাদ বাক্য পরিবর্তন করতে পারবে? জার্মানরা সেমিফাইনালের দল- প্রবাদ ভুল প্রমাণ করতে হলে অগ্রাভিযান অব্যাহত রাখতে হবে লোর শিষ্যদের। কিন্তু সামনে আছে জার্মান বন্যা রুখবার ফরাসি বাঁধ। অতীত তো ফরাসিদেরই পক্ষে। দুই দলের ২৫বারের সাক্ষাতে ১১ বারই জিতেছে ফ্রান্স। ৮ বার জয় পেয়েছে জার্মানি। তবে বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানদের বিপক্ষে পিছিয়ে আছে ফরাসিরা। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স পরাজিত হয়েছিল জার্মানদের কাছে। বিশ্বকাপে জার্মানদের বিপক্ষে ফরাসিদের একমাত্র জয় ১৯৫৮ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে (৬-৩)। বিশ্বকাপের মঞ্চে জার্মানদের কাছে ফরাসিরা পিছিয়ে থাকলেও ব্রাজিলের প্রেক্ষাপটটা ভিন্ন। গত চারটা ম্যাচে একমাত্র ফরাসিরাই ধারাবাহিকতা দেখিয়েছে। ২০০৬ সালের পর আরও একবার ফরাসি বিপ্লবের ঢেউ প্লাবিত করছে ফুটবল বিশ্বকে। জিদান যুগের পর বেনজেমারা আরও একবার ফরাসিদের স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব জয়ের। কেবল বেনজেমাই তো নন। পল পগবা, প্যাট্রিস এভরা, মাতুইদিরাও খেলছেন দুর্দান্ত। অতীত তো অতীতই। বর্তমানটাই মুখ্য। আলজেরিয়ানরা জার্মানদের বিপক্ষে কখনো হারেনি। তাদেরকে হারতে হলো ব্রাজিল বিশ্বকাপে।
ব্রাজিল বিশ্বকাপে অনেক অতীতই তো বদলে গেল। করিম বেনজেমা, পল পগবা, প্যাট্রিস এভরাদের নিয়ে দিদিয়ের দেশম যেমন ফরাসি বিপ্লবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনি জোয়াকিম লোও জার্মান অগ্রাভিযান পরিচালনা করছেন মুলার, অজিল, শোয়েইন স্ট্রাইগার, ক্লোসাদের নিয়ে। জার্মান ফাইটাররা কি রাইনের সীমানা পেরিয়ে প্যারিস পর্যন্ত পৌঁছে যাবে? নাকি ফরাসিদের বাধার মুখে ধসে পড়বে জার্মান বম্বার! ৪ জুলাই এর জবাবটা জানা যাবে। জার্মানি অথবা ফ্রান্স। সাবেক দুই চ্যাম্পিয়ন মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। এর অর্থ, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিচ্ছে আরও এক বিশ্বচ্যাম্পিয়ন। স্পেন, ইতালি, ইংল্যান্ডের পথ ধরে এরই মধ্যে বিদায় নিয়েছে উরুগুয়ে। চার বিশ্বচ্যাম্পিয়নের পথ ধরবে কারা? ফ্রান্স নাকি জার্মানি?
শিরোনাম
- সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে : আলী রীয়াজ
- যুদ্ধের আশঙ্কায় যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত
- আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ
- কেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন?
- বাংলাদেশের কাছে এমন হারের কারণ জানালেন কিউই অলরাউন্ডার
- স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল?
- আইপিএল প্লে-অফে যেতে কার কী সমীকরণ?
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
কোয়ার্টারে দুই পরাশক্তির লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর