এশিয়ান গেমসে ৯টি ইভেন্ট বাদ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এ গেমসে বাংলাদেশ এবার ১২টি ইভেন্টে অংশ নেবে। শুধু এবার নয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশনের মহাসচিব শাহেদ রেজা বলেছেন, ভবিষ্যতে মান যাচাই করে বড় বড় গেমসে দল পাঠানো হবে। যে ৯টি ইভেন্ট বাদ দেওয়া হয়েছে সেখানে কোনোটিতে পদক জেতার সম্ভাবনা ছিল না বললেই চলে। আবার যে ১২টি ইভেন্টে অংশ নিচ্ছে সেখানে ক্রিকেটে স্বর্ণ জেতার সম্ভাবনা রয়েছে। মহিলা বিভাগেও রুপা ও তামা পাওয়ার আশা করা যেতে পারে। কাবাডিতেও রুপা বা তামা আসতে পারে। শুটিংয়ে কমনওয়েলথ গেমসে ১টি রুপা মিললেও এশিয়ান গেমসে শক্তিশালী প্রতিযোগীদের টপকিয়ে পদক জেতার সম্ভাবনাক্ষীণ বলা চলে। বাকি যে ৯টি ইভেন্টে অংশ নেবে সেখানে পদক আসবে না তা নিশ্চিতভাবে বলা যায়। দলীয় জনপ্রিয় খেলা ফুটবল ও হকিতে পদক আসবে তা স্বপ্নেও ভাবা যায় না।
জনপ্রিয়তার কথা চিন্তা করে মূলত এই দুটোকে বাদ দেওয়া যায়নি। এ নিয়ে সাঁতারু ও অ্যাথলেটরা দারুণ ক্ষুব্ধ। তাদের কথা আমরা পদক পেতাম না ঠিকই। কিন্তু যাদের সম্ভাবনা নেই তাদের পাঠানো হচ্ছে কেন? এখানে কি অর্থের অপচয় হবে না।
সত্যি সত্যি যদি মান যাচাই করে বিদেশে গেমসে অংশ নেওয়া হয়ে থাকে। তাহলে ফুটবল ও হকির জন্য বিপদ সংকেতই বলা যায়। কেননা এটা বাস্তব সত্যি যে ফুটবল ও হকিতে কোনোভাবেই পদক জেতার সম্ভাবনা নেই। যদিও দুই দল বিকেএসপিতে কঠিন অনুশীলনে ব্যস্ত রয়েছে। তারপরও গ্রুপ পর্ব খেলে তাদের বিদায় নিতে হবে। তা অনেকটা নিশ্চিত। ফুটবলের কথা বলি এখানে এশিয়ার শক্তিশালী দলই অংশ নেবে। দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, কাতার, সৌদিআরব, চীন, কুয়েত, আরব আমিরাতের মতো শক্তিশালী দেশ যেখানে আছে সেখানে বাংলাদেশ ফুটবলে পদক পাবে তা তো স্বপ্নই বলা যায়। জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম স্পষ্টভাবেই বলেছেন, গ্রুপে আমাদের প্রতিপক্ষ কে তা এখনো জানা যায়নি। তবে প্রতিপক্ষ যারাই হোক না কেন পদক জেতার প্রতিশ্রুতি দিতে পারি না। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। অনেক দিন ধরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ফলাফল সুখকর নয়। সাফ চ্যাম্পিয়নশিপে ভরাডুবি ঘটেছে। এবার এশিয়ান গেমসে যদি শোচনীয় হার নিয়ে দেশে ফিরে তাহলে কঠিন সমালোচনার সম্মুখীন হতে হবে। তাছাড়া অলিম্পিক অ্যাসোসিয়েশন তখন চিন্তা করবে ভবিষ্যতে এশিয়ান গেমসে ফুটবল পাঠানো হবে কিনা! হকিরও একই অবস্থা। পারফরম্যান্সের বিচারে স্বর্ণ লড়াই সীমাবদ্ধ থাকবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। গ্রুপ ম্যাচে লড়তে হবে কোরিয়া ও জাপানের বিপক্ষে। মালয়েশিয়াকে ফেলে দেওয়া যাবে না। সুতরাং বাংলাদেশের পদকের আশা চিন্তাই করা যায় না। জোর প্রস্তুতি চলছে। সামনে ঢাকায় ওয়ার্ল্ড লিগও খেলবে। তাই এশিয়ান গেমসের জন্য ভালোই ওয়ার্মআপ করা যাবে। খেলোয়াড়দের তবু একটাই কথা লক্ষ্য আমাদের ভালো খেলা। কিন্তু গেমসে পদক জেতার আশ্বাস দিতে পারব না। আসলে মিথ্যা আশ্বাস দিয়ে লাভই বা কী? এমনিতেই ইয়ুথ অলিম্পিক গেমসে শোচনীয় ব্যর্থতায় হকিকে ঘিরে সমালোচনা শুরু হয়ে গেছে। এখন যদি দক্ষিণ কোরিয়ায় এমন বিপর্যয় ঘটে তাহলে ভবিষ্যতে দল পাঠানো নিয়ে ভাববে অলিম্পিক। পদক না আসুক তবু চলবে। ভালো পারফরম্যান্স শো করতে পারলে তখন না হয় গেমসে ফুটবল বা হকি পাঠানো হতে পারে। কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিলে দুটো খেলার ভাগ্যে বিপর্যয় নেমে আসতে পারে। কেননা পদক জেতার সম্ভবনা নেই বলে যদি অন্য ইভেন্ট বাদ দেওয়া হয় তাহলে যতই জনপ্রিয়তা থাকুক না কেন অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন যুক্তিতে ফুটবল আর হকিকে দেশের বাইরে পাঠাবে। বলা যায় এবারে এশিয়ান গেমস দুটো খেলার জন্য অগ্নিপরীক্ষা।
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- ৬৭ টেস্ট, ৪৩০১ রান: বিদায় বললেন রোহিত শর্মা
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
দুশ্চিন্তায় ফুটবল ও হকি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর