ব্রাভোর বলে আউট হয়ে যখন সাজঘরের পথে হাঁটা শুরু করেন এনামুল হক বিজয়, তখন বোঝার উপায় নেই বিষাদের কালো ছায়ায় ঢাকা পড়েছে, না আনন্দে চিকচিক করছে তার মুখ। আনন্দ-বিষাদ যাই হোক না কেন, আউট হয়ে সোনালি হরফে এনামুল নিজের নাম লিখতে পারলেন না ওয়ানডের রেকর্ড বইয়ে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দশম ওপেনার হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ের রেকর্ড গড়ার কাছে এসেও ব্যর্থ হলেন বিজয়। পারলেন না জাভেদ ওমর বেলিম গুল্লুর পাশে নাম লেখাতে। গুল্লু তার পরও গ্রেনাডার সেন্ট জর্জেস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ধীরগতির উইকেটে অসাধারণ ব্যাটিং করেছেন। করেছেন ২০ ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। তার সেঞ্চুরিতেই স্কোর বোর্ডে বাংলাদেশের পাশে লেখা হয়েছে ৯ উইকেটে ২১৭।
২০১২ সালের ৩০ নভেম্বর খুলনায় অভিষেক এনামুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই ৪১ রানের ইনিংস খেলে জানান দিয়েছিলেন লম্বা দৌড়ের ঘোড়া বলে। পরের ম্যাচে সেঞ্চুরি করে ভিতটাকে আরও পোক্ত করেন ইট-সিমেন্ট-বালু দিয়ে। ১২০ রানের ইনিংসটি এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। অবশ্য ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার দেশের বিপক্ষে এখন পর্যন্ত সেঞ্চুরিই দুটি। গতকালেরটিসহ এ দুটি সেঞ্চুরি এনামুলেরই। তার আরেকটি সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে, এশিয়া কাপে।
মানসিক বিধ্বস্ততা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন মুশফিকরা। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত ১০ ম্যাচের টানা নয়টিতে হেরেছে মুশফিকবাহিনী। সর্বশেষ যে ওয়ানডে খেলেছিল টাইগাররা ভারতের বিপক্ষে, তা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তাই টানা হারের লজ্জাটা থেমে পড়েছিল। তার পরও টানা হারে তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাস নিয়েই উড়ে যায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা ওয়েস্ট ইন্ডিজে। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর যে পরিকল্পনা আঁকেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও অধিনায়ক মুশফিক, গ্রেনাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বড় জয় তাতে রসদ জুগিয়েছে। ক্রিকেটারদের করে তোলে আত্মবিশ্বাসী।
সে আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করতে নামে গ্রেনাডার ধীরগতির উইকেটে। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল ১২.১ ওভারে ৪১ রানের ভিত দেন। সাবলীল ব্যাটিং করতে করতে হঠাৎই তাল হারিয়ে ফেলেন তামিম। ব্যক্তিগত ২৬ রানে হোল্ডারের বাউন্সারে হুক করতে গিয়ে শর্ট মিড উইকেটে তালুবন্দী হন কিয়েরন পোলার্ডের। এরপর ইমরুল-এনামুলের দ্বিতীয় উইকেট জুটি বিচ্ছিন্ন হয় দুর্ভাগ্যজনকভাবে। ৩ রান নেওয়ার সময় ক্রিজের মাঝামাঝি পরস্পরের সঙ্গে ধাক্কা খান দুজনে। ফলে ক্যারিয়ারের ৫০ নম্বর ওয়ানডে খেলতে নেমে ইমরুল রানআউট হন ব্যক্তিগত ৯ রানে। দলীয় ৮০ রানে সাজঘরে ফেরেন শামসুর রহমান শুভ। এরপর এনামুল ও মুশফিক হাল ধরতে চেষ্টা করেন এবং ৩৭ রান যোগ করেন ৭.৫ ওভারে। মুশফিকের বিদায়ের অল্প কিছু পর ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ১৪১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে একাই টেনে নিয়ে যান এনামুল। ষষ্ঠ উইকেট জুটির সঙ্গী নাসির হোসেনকে নিয়ে ১৩.১ ওভারে যোগ করেন ৫৩ রান। বাংলাদেশের ইনিংসে এটাই একমাত্র হাফ সেঞ্চুরির জুটি। নাসির ২৬ রানে আউট হওয়ার আগে ব্যক্তিগত ১৭ রানের মাথায় ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক গড়েন। এনামুলের ১০৯ রানের ইনিংসটি একেবারেই নিচ্ছিদ্র ছিল না। ব্যক্তিগত ৬৯ রানে রিটার্ন ক্যাচ দিয়েও বেঁচে যান। এরপর আর পেছনে তাকাননি। ইনিংসের শেষ বলে ক্যারিবীয় অধিনায়কের বলে লেগ বিফোর হওয়ার আগে খেলেন ১৩৮ বলের ইনিংস, যাতে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। এনামুলের দৃঢ়তায় শেষ ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬১ এবং শেষ ৫ ওভারে ৩৩ রান।
বাংলাদেশ ২১৭ রান করলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বোচ্চ স্কোর নয়। ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৯ উইকেটে ২৪৬। পরে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬। দুটি স্কোরই ২০০৯ সালে রোসেউতে। তবে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ২৯২। ওই ম্যাচেই ১২০ রানের ইনিংস খেলেছিলেন এনামুল হক বিজয়।
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- ৬৭ টেস্ট, ৪৩০১ রান: বিদায় বললেন রোহিত শর্মা
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
আরেকটি সেঞ্চুরি বিজয়ের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর