ব্রাভোর বলে আউট হয়ে যখন সাজঘরের পথে হাঁটা শুরু করেন এনামুল হক বিজয়, তখন বোঝার উপায় নেই বিষাদের কালো ছায়ায় ঢাকা পড়েছে, না আনন্দে চিকচিক করছে তার মুখ। আনন্দ-বিষাদ যাই হোক না কেন, আউট হয়ে সোনালি হরফে এনামুল নিজের নাম লিখতে পারলেন না ওয়ানডের রেকর্ড বইয়ে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দশম ওপেনার হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ের রেকর্ড গড়ার কাছে এসেও ব্যর্থ হলেন বিজয়। পারলেন না জাভেদ ওমর বেলিম গুল্লুর পাশে নাম লেখাতে। গুল্লু তার পরও গ্রেনাডার সেন্ট জর্জেস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ধীরগতির উইকেটে অসাধারণ ব্যাটিং করেছেন। করেছেন ২০ ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। তার সেঞ্চুরিতেই স্কোর বোর্ডে বাংলাদেশের পাশে লেখা হয়েছে ৯ উইকেটে ২১৭।
২০১২ সালের ৩০ নভেম্বর খুলনায় অভিষেক এনামুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই ৪১ রানের ইনিংস খেলে জানান দিয়েছিলেন লম্বা দৌড়ের ঘোড়া বলে। পরের ম্যাচে সেঞ্চুরি করে ভিতটাকে আরও পোক্ত করেন ইট-সিমেন্ট-বালু দিয়ে। ১২০ রানের ইনিংসটি এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। অবশ্য ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার দেশের বিপক্ষে এখন পর্যন্ত সেঞ্চুরিই দুটি। গতকালেরটিসহ এ দুটি সেঞ্চুরি এনামুলেরই। তার আরেকটি সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে, এশিয়া কাপে।
মানসিক বিধ্বস্ততা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন মুশফিকরা। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত ১০ ম্যাচের টানা নয়টিতে হেরেছে মুশফিকবাহিনী। সর্বশেষ যে ওয়ানডে খেলেছিল টাইগাররা ভারতের বিপক্ষে, তা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তাই টানা হারের লজ্জাটা থেমে পড়েছিল। তার পরও টানা হারে তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাস নিয়েই উড়ে যায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা ওয়েস্ট ইন্ডিজে। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর যে পরিকল্পনা আঁকেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও অধিনায়ক মুশফিক, গ্রেনাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বড় জয় তাতে রসদ জুগিয়েছে। ক্রিকেটারদের করে তোলে আত্মবিশ্বাসী।
সে আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করতে নামে গ্রেনাডার ধীরগতির উইকেটে। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল ১২.১ ওভারে ৪১ রানের ভিত দেন। সাবলীল ব্যাটিং করতে করতে হঠাৎই তাল হারিয়ে ফেলেন তামিম। ব্যক্তিগত ২৬ রানে হোল্ডারের বাউন্সারে হুক করতে গিয়ে শর্ট মিড উইকেটে তালুবন্দী হন কিয়েরন পোলার্ডের। এরপর ইমরুল-এনামুলের দ্বিতীয় উইকেট জুটি বিচ্ছিন্ন হয় দুর্ভাগ্যজনকভাবে। ৩ রান নেওয়ার সময় ক্রিজের মাঝামাঝি পরস্পরের সঙ্গে ধাক্কা খান দুজনে। ফলে ক্যারিয়ারের ৫০ নম্বর ওয়ানডে খেলতে নেমে ইমরুল রানআউট হন ব্যক্তিগত ৯ রানে। দলীয় ৮০ রানে সাজঘরে ফেরেন শামসুর রহমান শুভ। এরপর এনামুল ও মুশফিক হাল ধরতে চেষ্টা করেন এবং ৩৭ রান যোগ করেন ৭.৫ ওভারে। মুশফিকের বিদায়ের অল্প কিছু পর ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ১৪১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে একাই টেনে নিয়ে যান এনামুল। ষষ্ঠ উইকেট জুটির সঙ্গী নাসির হোসেনকে নিয়ে ১৩.১ ওভারে যোগ করেন ৫৩ রান। বাংলাদেশের ইনিংসে এটাই একমাত্র হাফ সেঞ্চুরির জুটি। নাসির ২৬ রানে আউট হওয়ার আগে ব্যক্তিগত ১৭ রানের মাথায় ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক গড়েন। এনামুলের ১০৯ রানের ইনিংসটি একেবারেই নিচ্ছিদ্র ছিল না। ব্যক্তিগত ৬৯ রানে রিটার্ন ক্যাচ দিয়েও বেঁচে যান। এরপর আর পেছনে তাকাননি। ইনিংসের শেষ বলে ক্যারিবীয় অধিনায়কের বলে লেগ বিফোর হওয়ার আগে খেলেন ১৩৮ বলের ইনিংস, যাতে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। এনামুলের দৃঢ়তায় শেষ ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬১ এবং শেষ ৫ ওভারে ৩৩ রান।
বাংলাদেশ ২১৭ রান করলেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বোচ্চ স্কোর নয়। ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৯ উইকেটে ২৪৬। পরে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬। দুটি স্কোরই ২০০৯ সালে রোসেউতে। তবে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ২৯২। ওই ম্যাচেই ১২০ রানের ইনিংস খেলেছিলেন এনামুল হক বিজয়।
শিরোনাম
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- যশোরে ভাবিকে ধর্ষণের চেষ্টা, দেবর গ্রেফতার
- মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জান্তার
- হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভার মর্মান্তিক মৃত্যু
- যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে, জানালেন ট্রাম্প
- দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির গান
- ‘সুপারম্যান’-এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
- কারাগারে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে মনোহর সেঞ্চুরি প্ল্যান্ট, দর্শনার্থীদের আকর্ষণ
- বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু ২৪ আগস্ট
- ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- পিএসসির সামনে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি
- চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের
- পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন, সচেতনতার আহ্বান
- গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
- মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার
আরেকটি সেঞ্চুরি বিজয়ের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর