বিশ্বকাপ এলে বাংলাদেশ উত্তেজনায় কাঁপে। এত উন্মাদনা যে মনে হয় বাংলাদেশই খেলছে। অথচ লোকাল ফুটবলে দর্শকদের কোনো সাড়া শব্দই নেই। অন্য ম্যাচের কথা বাদই দিলাম পেশাদার লিগে মোহামেডান-আবাহনীর লড়াইয়ে গ্যালারি থাকছে ফাঁকা। ৭০ বা ৮০ দশকের কথা চিন্তা করুন দেশ প্রধান এই দুই দলের লড়াই হলে কি অবস্থা হতো। ম্যাচ ঢাকা স্টেডিয়ামে, কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়তো। বাসা অফিস এমনকি স্কুল ও কলেজে দুই দলের পতাকা পত পত করে উড়তো। ১৯৭৮ সালে বৃটিশ এক সাংবাদিক মোহামেডান-আবাহনীর ম্যাচ দেখে মন্তব্য করেছিলেন, ম্যানচেস্টার ও লিভারপুলের লড়াইয়ে এত দর্শক হয় না। কালের বিবর্তনে ফুটবলে কি করুণ দশা। মাঠে যাওয়াতো দূরের কথা মোহামেডান-আবাহনীর ম্যাচ হচ্ছে এ খবর অনেক ফুটবলারই খোঁজ রাখেন না। একেতো মান নেই এরপর আবার ভয়াবহ দর্শক শূন্যতা। সব কিছু মিলিয়ে ফুটবলকে ঘিরে এতটা হতাশা বিরাজ করছিল অনেকে ধরেই নিয়েছিলেন দেশের ফুটবল আর জেগে উঠবে না।
আসলে এক্ষেত্রে বাফুফেকে দায়ী করা যায়। দর্শক মিলছে না তবুও ফুটবল ঢাকাকেন্দ্রিক। পরামর্শ দেওয়া হচ্ছিল বিভাগীয় শহরে বড় বড় ম্যাচের আয়োজনে। কে শুনে কার কথা, হঠাৎ করেই কেন জানি সিদ্ধান্ত নিল বাংলাদেশ-নেপালের একটি ম্যাচ সিলেটে আয়োজনের। প্রথম অবস্থায় কারো কারো আপত্তি ছিল। কারণ টি-২০ মহিলা বিশ্বকাপে সিলেটে তেমন সাড়া মেলেনি। সভাপতি কাজী সালাউদ্দিনই সিদ্ধান্তের ব্যাপারে অটল ছিলেন। বলেছিলেন, দেখি না ঢাকার বাইরে দর্শক হয় কিনা। এ দেখা কি সেই দেখা রীতিমতো চমকিয়ে দেওয়ার মতো। প্রীতি ম্যাচে সিলেটে যে দর্শক সমাগম ঘটেছিল তা গত ১০ বছরে ঢাকাতেও হয়নি। ২০১১ সালে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সময় টিকিট পেতে দর্শকরা গভীর রাত থেকে ব্যাংকের সামনে লম্বা লাইন দেন। সিলেটেও সেই দৃশ্য দেখা গেল। জাতীয় নয়, অনূর্ধ্ব-২৩ দলের লড়াই তা দেখতেই সিলেটবাসী অস্থির হয়ে উঠে। ২৫ হাজার আসনবিশিষ্ট পুরো গ্যালারিতো ভরে গিয়েছিল। এমনকি জায়গা না পেয়ে মাঠের দুই কিনারে হাজার হাজার দর্শকদের ভিড়। যা এক সময় ঢাকায় মোহামেডান-আবাহনী ম্যাচে দেখা যেত। ঘুমিয়ে থাকা ফুটবলকে জাগিয়ে তুলেছে সিলেট। এ জন্য বাফুফে অবশ্যই ধন্যবাদ পেতে পারে ম্যাচ আয়োজনের জন্য। কিন্তু ভূয়সী প্রশংসা করতে হয় সিলেটের কর্মকর্তাদের। ম্যাচকে ঘিরে তারা যে প্রচার অভিযান চালিয়েছিল তা সত্যিই চোখে পড়ার মতো। যা থেকে বাফুফে কর্মকর্তাদের অনেক কিছু শেখার আছে। ঢাকায় দর্শক আসছে না, অথচ প্রচারের কোনো প্রয়োজনই মনে করেন না। বরং কিছুটা বিরক্তি সুরে বলেন, প্রচার লাগবে না, যার আগ্রহ আছে এমনিতেই মাঠে ছুটে আসবে। না, এ ধারণা যে ভুল কে তাদের বুঝাবে। ইন্ডিয়ান আই লিগে দর্শক টানতে তাদের প্রতিটি চ্যানেলে প্রতিদিনই আকর্ষণীয় বিজ্ঞাপন দেখানো হচ্ছে। শুধু ভারত কেন, স্প্যানিস লিগে মেসি, রোনালদো, নেইমারদের মতো তারকা থাকার পরও প্রচারের কমতি থাকে না। প্রচারে কি উপকার তাতো সিলেটের কাছ থেকে নিশ্চয় শিক্ষা নেবে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা বাফুফের কর্মকর্তারা।
ঢাকায় প্রথম ম্যাচে জিতলেও সিলেটে নেপাল জিতে গেছে। এ নিয়ে ফুটবলপ্রেমীদের আফসোস থাকা স্বাভাবিক। কিন্তু পরাজয়ের মধ্যে প্রাপ্তি মিলেছে এটা কম কিসের। সিলেট প্রমাণ করেছে বাংলাদেশের ফুটবল হারিয়ে যায়নি। ফুটবল দুর্দশায় এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। এক ম্যাচেই দেশের মৃত প্রায় ফুটবলের চেহারা পাল্টে দিয়েছে। এ নিয়ে তারকা ফুটবলাররা ভীষণ খুশি। জাতীয় দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু বললেন, ম্যাচে কিছু ভুলত্র“টি ছিল। কিন্তু এত দর্শক হবে ভাবতেই পারিনি। সিলেটের মানুষ খেলা পাগল জানতাম। কিন্তু ফুটবলের এই অবস্থায় দুই দেশের অনূর্ধ্ব-২০ দলের লড়াইয়ে এমন সাড়া দেবে যা দেখে আমি অভিভূত। দেশ নন্দিত সাবেক ফুটবলার শেখ মো. আসলাম বললেন, সিলেটবাসীকে ধন্যবাদ দিতে হয়। তাদের উন্মাদনায় প্রমাণ মিলেছে ফুটবল আসলেও আমাদের প্রাণের খেলা। আরেক নন্দিত ফুটবলার কায়সার হামিদ বললেন, আমি সিলেটের ছেলে তাই আমি গর্বিত যে সিলেটবাসী প্রমাণ দিয়েছেন দেশের ফুটবল এখনো বেঁচে আছে। এই দৃশ্য দেখার পর বাফুফের ঘুম ভাঙা উচিত। কথা হচ্ছে সিলেটে দর্শকের ঢল দেখে বাফুফের চিন্তার পরিবর্তন ঘটবে কি? এখনও ফুটবল কি ঢাকার মধ্যে বন্দী থাকবে। সিলেট প্রমাণ দিয়েছে ভালো ফুটবল হলে দর্শক আসবেই। পেশাদার লিগের পাশাপাশি নতুন টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলকে ঢাকার বাইরে আয়োজন করলে সিলেট কেন অন্য জেলাতেও দর্শক হবে। সামনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ফুটবলের আয়োজন হবে। বাফুফেরতো উচিত হবে শুধু ফাইনালকে ঢাকায় রেখে অন্য ম্যাচ বিভাগীয় শহরে আয়োজন। প্রীতি ম্যাচেই এত মানুষের ঢল আর আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে অবস্থা তখন কোন পর্যায়ে যাবে তা কি ভেবে দেখেছে বাফুফে। সিলেট ফুটবলের বন্ধ দুয়ার খুলে দিয়েছে। এখন বাকি কাজ বাফুফেকেই করতে হবে।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ঘুম ভাঙবে কি বাফুফের
ফুটবল উন্মাদনায় দর্শক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর