লিগ ফুটবলে ঢাকা মোহামেডান এখন যেন হারিয়ে যাওয়া এক নাম! সর্বশেষ তারা লিগ শিরোপা জিতেছে সেই এক যুগ আগে ২০০২ সালে। ক্রিকেটেও মতিঝিলের এই দলটির অবস্থা খুবই রুগ্ন! অর্ধযুগ আগে শেষবারের মতো ক্রিকেট লিগ জিতেছে মোহামেডান। ২০০৮ সালের পর প্রতিবারই ব্যাপক গর্জন করে লিগ শুরু করেছে, কিন্তু মাঝপথেই খেই হারিয়ে ফেলেছে। ছেলেরা যেখানে মোহামেডানকে একের পর এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, সেখানে ঐতিহ্যবাহী এই দলটির মান রক্ষা করছে মেয়েরা।
কাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে টানা চতুর্থবারের মতো মেট্রোপলিটন ওম্যান্স ক্রিকেট লিগের শিরোপা জিতল মোহামেডানের মেয়েরা। লিগে ছয়বারের মধ্যে পঞ্চম শিরোপা জিতল সালমাবাহিনী।
রুমানা আহমেদের সেঞ্চুরিতে কাল ফাইনালে আবাহনীকে ৭৭ রানে হারিয়েছে মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মোহামেডানের মেয়েরা। ৭ উইকেটে ২০৪ রান করে। ২০৫ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে আবাহনী ১২৭ রানের বেশি করতে পারেনি। সেঞ্চুরি করায় ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করায় সিরিজ সেরা হয়েছেন লতা মণ্ডল।
মজার ব্যাপার হচ্ছে, রুমানা আহমেদ ছাড়া মোহামেডানের আর কেউই বড় স্কোর করতে পারেননি। বাকি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২০ রান এসেছে তাজিন আক্তারের ব্যাট থেকে। তবে রুমানার ইনিংসটা ছিল অসাধারণ। সেঞ্চুরি ইনিংসে কোনো ছক্কা নেই, তারপরেও স্ট্রাইকরেট একশর উপরে। ৯১ বলে কাঁটায় কাঁটায় ১০০ রান করার পর জাহানারা আলমের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। চমৎকার এই ইনিংসে ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন রুমানা। এটি তার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। বোলিং খুবই কিপ্টে ছিলেন রুমানা। কোনো উইকেট না পেলেও ৮ ওভারে রান দিয়েছেন মাত্র ১৩। তিন উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন। মোহামেডানের ইতি মণ্ডলও নিয়েছেন তিন উইকেট।
এই টুর্নামেন্টে ব্যাটিং দারুণ ধারাবাহিক ছিলেন আবাহনীর লতা মণ্ডল। কাল তিনি খেলেছেন ৫৪ রানের দারুণ এক ইনিংস। এছাড়া শারমিন আক্তার করেছেন ২২ রান। অবশ্য আবাহনীর এই পরাজয়ের জন্য ক্ষেত্রটা সৃষ্টি হয়েছিল প্রথম ইনিংসের পরই। বোলারদের ব্যর্থতায় বড় সংগ্রহ করে মোহামেডান। আবাহনীর জাহানারা আলম ৩৪ রানে নেন তিন উইকেট।
মোহামেডান-আবাহনীর ফাইনালের মধ্য দিয়ে অবশ্য এশিয়ান গেমসের প্রস্তুতিও হয়ে গেল। এই দুই দলের অধিকাংশ ক্রিকেটারই জাতীয় দলে খেলেন। ২০১০ সালের গুয়াংজু এশিয়াডের ফাইনালে পাকিস্তানের কাছে হারলেও রুপা জিতেছিল বাংলাদেশ। তবে এবার স্বর্ণ জয়ের টার্গেট নিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচেনে পাড়ি জমাবেন বাংলাদেশের মেয়েরা।