স্পানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। রবিবারের এ ম্যাচে একেবারে শেষ মুহূর্তে সানড্রো রমিরেজের গোলে এ জয় নিশ্চিত হয়।
ম্যাচের শুরু থেকেই নিজেদের দখলে বল রেখে কিছুক্ষণ পরপরই প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে মেসি-পেদ্রোরা। কিন্তু ভিয়ারিয়ালের বিরুদ্ধে প্রধমার্ধে কাঙ্খিত গোল তুলে নিতে ব্যর্থ হয় বার্সা।
বিরতির কিছু সময় পরই ইনজুরি থেকে ফেরা নেইমার মাঠে নামেন। ম্যাচের ৮২ মিনিটের মাথায় সানড্রো রমিরেজের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বার্সা। আর এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।