হেরে গেলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। টুর্নামেন্টের ১০ম বাছাই ডেনিশ ক্যারোলিন ওজনিয়াকির কাছে চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন শারাপোভা। ওজনিয়াকি শারাপোভাকে ৬-৪, ২-৬, ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এ জয়ের মধ্য দিয়ে ২০১২ সালের পর এই প্রথম কোনো গ্রান্ড স্ল্যামের শেষ ষোলোতে পৌঁছলেন ডেনিস এই তারকা খেলোয়াড়। খবর বিবিসির
এদিকে, ছেলেদের এককে জয় পেয়েছেন সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত মারসেল গ্রানোলেরস'র বিরুদ্ধে ৪-৬, ৬-১, ৬-১, ৬-১ গেমে জয় পান ফেদেরার। এ জয়ের মধ্য দিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন এ পর্যন্ত পাঁচবার ইউএস ওপেনজয়ী এই সুইস লেজেন্ড।