পৃথিবীতে প্রেম দিবস, চুমু দিবস, প্রস্তাব দিবস, মানবাধিকার দিবস কত দিবসই তো পালিত হয়। তাহলে খেলাধুলা নিয়ে দিবস হতে সমস্যা কোথায়? সমস্যা নেই। তাইতো গতকাল পালিত হয়ে গেলো ক্রিকেটের ছক্কা দিবস। কথায় আছে, কঠিন কোনো কিছু বাস্তবে রূপ দিতে হলে সেটা আগে বিশ্বাস করতে হয়। ৪৬ বছর আগের এক ঘটনা সেই বিশ্বাসটাই এনেছিল।
আজকাল ক্রিকেটে শত শত ছক্কা, চারের বন্যা বয়ে যায়। তবে ছক্কা, চারের আইডিয়াটা প্রথম মাথায় এসেছিল ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সের।
১৯৬৮ সালে এক কাউন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে এক ক্রিকেট ম্যাচে প্রথমবার ৬ বলে ৬টা ছক্কা হাঁকিয়েছিলেন গ্যারি সোবার্স। গ্ল্যামারগনের ২৩ বছরের বাঁ হাতি পেসার ম্যালকম ন্যাশের এক ওভারে সোবার্সের ৬টা ওভার বাউন্ডারি বার্তা দিয়েছিল, 'ইয়েস উই ক্যান'।
তবে সময়ের পরিক্রমায় এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন আরো অনেকেই। এরা হলেন জর্ডন ক্লার্ক (ল্যাঙ্কাশেয়ার,২০১৩ সালে), যুবরাজ সিং (ভারত, ২০০৭ সালে), হারশাল গিবস (দ.আফ্রিকা, ২০০৭ সালে), রবি শাস্ত্রী (ভারত, ১৯৮৫ সালে)