শুরুটা উচ্ছ্বাসের, শেষটা বিষাদের। ম্যাচের তখন মাত্র ১১ মিনিট। এর মধ্যে ২-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের পর গোল করেন গ্যারেথ বেল। রিয়াল তখন বড় জয়ের স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন শেষ পর্যন্ত রূপ নিল বিষাদে। দুই গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর টানা চার গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন রিয়াল!
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে হারের ফলে লা লিগার শুরুতেই পিছিয়ে পড়ল রিয়াল। দুই ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন তিন। অন্যদিকে দুই ম্যাচে পুরো ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
রিয়ালের বিপর্যয়ের শুরুটা ম্যাচের ৩৫ মিনিটে। গোল করে ব্যবধান কমান সোসিয়েদাদ ডিফেন্ডার মার্টিনেজ। এরপর কেবল হতাশাই পেয়েছে রিয়াল। ৬ মিনিট পর খেলায় সমতা ফেরান ডেভিড জুরুতুজা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলার নিয়ন্ত্রণ রিয়ালের হাতেই ছিল। কিন্তু বিধি বাম। ক্ষণিকের ভুলে ৬৫ মিনিটে উল্টো আরেকটা গোল খেয়ে বসে রিয়াল। গোলদাতা সেই জুরুতুজা। ২-০ থেকে স্কোরলাইন দাঁড়াল ৩-২! রিয়ালের দুঃস্বপ্নের শেষ সেখানেই হয়নি। ৭৫ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে সেই দুঃস্বপ্নে নতুন মাত্রা যোগ করেন সোসিয়েদাদ ফরোয়ার্ড কার্লোস ভেলা।