বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্পেনের মার্সেল গ্রেনোলার্সকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিলেন রজার ফেদেরার। পুরুষ সিঙ্গলসের প্রি-কোয়ার্টর ফাইনালে স্পেনের রর্বাতো বস্তিতার বিরুদ্ধে কোর্টে নামবেন তিনি।
তৃতীয় রাউন্ডে গ্র্যানোলার্সের বিরুদ্ধে প্রথম সেট হেরে যান পাঁচবারের চ্যাম্পিয়ন (২০০৪-২০০৮)। কিন্তু, পরের তিন সেটে চ্যাম্পিয়নের মতো খেলে ম্যাচ পকেটে পুরে নেন বিশ্বের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা।
ম্যাচ জয়ের পর রজার বলেন, ‘দুর্দান্ত ম্যাচ ছিল। পিছিয়ে থেকে মার্সেলের বিরুদ্ধে দারণভাবে ঘুরে দাঁড়ায়। বৃষ্টিতে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকায় সেটা আমাকে সাহায্য করেছে। ঝড়ো আবহাওয়ায় আমি ছন্দ ফিরে পাই।’