ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দু’ম্যাচ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান ফিরে পেল ভারত। ৩১ বছর পর জিম্বাবুয়ের কাছে হেরে এক নম্বর জায়গাটি হারিয়েছে অস্ট্রেলিয়া। এক থেকে চার নেমে গেল অজিরা। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে টানা দু’টি ম্যাচ জিতে পাঁচ ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে যায় ভারত। গত শনিবার নটিংহ্যামে দ্বিতীয় ওয়ানডে জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিল ভারত। গতকাল রবিবার জিম্বাবুয়ের কাছে হেরে এক থেকে চারে নেমে যায় অস্ট্রেলিয়া৷ অজিদের পয়েন্ট ১১১। ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।