আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন থেকে জানানো হয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পেয়েছেন মেসি।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে জানায়, কুচকির ইনজুরিতে ভুগছেন মেসি। এজন্য তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। তাই জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।
ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন আর্জেন্টাইন তারকা মেসি। গত মৌসুমে ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন বার্সার এ তারকা।
আবারো ডান পাশের কুচকিতে ব্যাথা অনুভব করছেন তিনি। ম্যাচ শেষে মেসি ক্লাবের মেডিকেল দলের শরনাপন্নও হয়েছেন।