কুঁচকিতে চোট থাকায় আগামীকাল বুধবার জার্মানির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে পারছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। যার অর্থ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের ক্ষত অনেক দিনই বয়ে বেড়াতে হবে মেসিকে। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ মিস হয়ে গেল বার্সেলোনার এ মহাতারকার। কিন্তু কুঁচকির চোটে এই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।
গত লা লিগার ম্যাচে ভিলা রিয়েলের বিরুদ্ধে চোট নিয়েই পুরো নব্বই মিনিট খেলেছিলেন মেসি। তারপর থেকেই চোট ভুগিয়ে চলেছে তাকে। বার্সেলোনার সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, মেসির এ চোটের কথা। বার্সার এই রিপোর্ট পাওয়ার পরেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ( এএফএ) জানিয়ে দিয়েছে, জার্মানির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মেসির না খেলার কথা।
এদিকে প্রদর্শনী ম্যাচে খেলতে পারছেন না জার্মানির মেসুট ওজিলও। তিনিও চোটে পড়েছেন। তবে প্রদর্শনী ম্যাচে না খেললেও রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ইউরোর কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলবেন ওজিল।