নিজেকে অনবদ্যভাবে মেলে ধরে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। একের পরে এক দুরন্ত সার্ভ করে এস্তোনিয়ার কে কানেপাইকে ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শেষ আটে উঠেছেন মার্কিন এ তারকা খেলেয়াড়।
ম্যাচের প্রথম সেট খুব সহজেই জিতেছেন সেরেনা। তবে দ্বিতীয় সেটে সার্ভের জন্য কিছুটা সমস্যায় পড়েছিলেন। ম্যাচ জয়ের পর সেরেনা বলেন, ‘ কানেপাই দারুণ বল হিট করেছেন। দারুণ বল ঘুরছিল। যাহোক শেষ পর্যন্ত আমি কোয়ার্টার ফাইনাল উঠতে পেরেছি। শেষ আটে উঠতে পেরে আমার খুব ভালো লাগছে। পরের রাউন্ডেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ’ কোয়ার্টার ফাইনালে সেরেনা টুর্নামেন্টের ১১তম বাছাই ইতালির ফ্লাভিয়ার বিরুদ্ধে খেলবেন।