হিরো ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল টুর্নামেন্টের মুম্বাই ফুটবল ক্লাবের ফ্রাঞ্চাইজি নিলেন রণবীর কাপুর। বলিউড তারকাদের জনপ্রিয়তায় কখনো ভাঁটা পড়ে না। তাই খেলার সঙ্গে যদি গ্ল্যামারাস সুপারস্টাররা যুক্ত হন তাহলে খেলার দুনিয়া নানাভাবে উপকৃত হবে।
রণবীর ছাড়াও আইএসএলের সঙ্গে একান্তভাবে যুক্ত রয়েছে বলিউডের হার্টথ্রব জন আব্রাহাম, ছোট বচ্চন অভিষেক। গোয়া টিমের ব্রান্ড অ্যম্বাসডার বি-টাউনের নতুন ট্যালেন্ট বরুণ ধাওয়ান। রণবীরের মতে এই উদ্যোগ খুবই ভালো এবং একইসঙ্গে দেশের বিভিন্ন খেলাকে ভবিষ্যতে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
ভারতের ৯০ শতাংশ মানুষের প্রথম পছন্দ ক্রিকেট হলেও কাবাডি, ফুটবলের মতো খেলাকে কখনই বাদ দেওয়া উচিত নয়। ৩১ বছর বয়সী রকস্টার রণবীর সম্প্রতি নিজস্ব ফুটবল ক্লাবের উদ্বোধন করেছেন। তার মতে, যুব সম্প্রদায়ের কাছে সব ধরনের খেলার সুযোগ থাকা উচিত, শুধু ক্রিকেটার হিসেবেই প্রতিষ্ঠিত হতে হবে তার কোনো প্রয়োজন নেই।
রবিবার রাতে জিতেছে অভিষেক বচ্চনের দল প্রো কাবাডি লিগ যার ফ্রাঞ্চচাইজি জয়পুর পিঙ্ক প্যান্থারস। এটিও ইন্ডিয়ান সুপার লিগেরই একটি অংশ। নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের কো-ওনার আরেক সুপারস্টার জন আব্রাহাম। সুপারস্টার রণবীর কাপুরের বিশ্বাস, সকলে আইএসএল'র অংশীদার হওয়ায় আগামীদিনে ভালো ফুটবল টিম গড়ে উঠবে। পুনে ফ্রাঞ্চাইজির কো-ওনার 'কিক' খ্যাত হিরো সালমান খান।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল একটি উন্নত মানের খেলার টিম তৈরি করা যা খেলার দুনিয়ায় নিজের একটা পরিচয় বানাতে পারে। আই এম জি রিল্যায়েন্স, হিরো, ফ্রাঞ্চাইজি ওনারসহ অন্যারাও তাদের সেরাটুকু দিয়ে একটা শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল গঠন করতে হাতে হাত মিলিয়েছেন।
রণবীরের স্বপ্ন, একদিন এই দল বিশ্বকাপ খেলার জন্যও নির্বাটিত হতে পারে। হিরো আইএলএল শুরু হচ্ছে ১২ অক্টোবর থেকে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ভারতের আটটি শহর অংশ নিচ্ছে এই লিগে।