বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব-আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে। এর ফলে আসন্ন এশিয়ান গেমস এবং সফরকারী জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন দেশ সেরা এ অল-রাউন্ডার।
গত ২৬ আগস্ট মিরপুরের বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবের ব্যাপারে।
দ. কোরিয়ার ইনচনে আসন্ন ১৭তম এশিয়ান গেমসকে সামনে রেখে আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব। নেটে ব্যাটিং প্রাকটিসের সঙ্গে ফিল্ডিং প্রাকটিসও সেরে নেন তিনি।
এর আগে গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। সিদ্ধান্তে আরও জানানো হয়েছিল, ১৮ মাস অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলতে পারবেন না তিনি। এরপর বিসিবি’র পরামর্শে গত ২০ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন সাকিব আল হাসান। এর ফলে তার শাস্তির মেয়াদ ধরা হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে, বোর্ড থেকে জানানো হয়েছিল, ইচ্ছে করলেই বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে অনুশীলন চালিয়ে যেতে পারবেন তিনি।