দুই যুগ পর আবার বাংলাদেশের কোনো ফুটবলার ভারতে খেলার ডাক পেলেন। মামুনুল ইসলাম বর্তমানে বাংলাদেশের শুধু অধিনায়কই নন দেশের সেরা ফুটবলারও। যোগ্যতায় মামুনুলকে ভারতীয় লিগে খেলার সুযোগ করে দিচ্ছে। তবু ফুটবলে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশে কোনো ফুটবলারের বিদেশে লিগে ডাক পাওয়াটা বিস্ময়ই বলা যায়। তাও আবার কলকাতা বা আই লিগ নয়। ক্রিকেটের আইপিএল আদলে ইন্ডিয়ান যে সুপার লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেই সৌরভের অ্যাটলেটিকো ডি কলকাতা দলে ডাক পেয়েছেন। যে লিগে রোনালদিনহোর মতো বিশ্বখ্যাত তারকারা খেলবেন সেখানে মামুনুলের মাঠে নামার সুযোগ ঘটতে যাচ্ছে। সব কিছু ঠিক ঠাক থাকলে এশিয়ান গেমসের পরই মামুনুল ভারতে রওয়ানা দেবেন। অক্টোবর শেষে আট দলের মধ্যে এ লিগ শুরু হতে যাচ্ছে। মামুনুল যদি ইন্ডিয়ান সুপার লিগ খেলতে পারেন তা হবে বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল প্রাপ্তি। এশিয়ান গেমসে প্রস্তুতির জন্য ব্যস্ত থাকাতে মামুনুল সময় নিয়ে কথা বলতে পারেননি। কিন্তু মামুনুলের সঙ্গে দীর্ঘদিন এক সঙ্গে খেলা দুই নন্দিত ফুটবলার বিপ্লব ভট্টাচার্য ও জাহিদ হাসান এমিলি বলেছেন, নিঃসন্দেহে এটি খুশির সংবাদ ও বড় প্রাপ্তি। বাংলাদেশে যে ভালোমানের ফুটবলার রয়েছে মামুনুলের ডাক পাওয়াতে প্রমাণ মিলেছে। বিপ্লব বলেন, ও সঙ্গে আমার বেশ কটি ক্লাবে খেলার সুযোগ হয়েছে। নিঃসন্দেহে মামুনুল একজন বড়মানের খেলোয়াড়। যোগ্যতা ওকে এত দূর নিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলি ওকে পছন্দ করেছেন। সুতরাং না জেনে নিশ্চয় তার মতো বিখ্যাত ব্যক্তিত্ব মামুনুলকে অফার দেননি। এর আগে মুন্না ভাই ৯০ সালে ইস্টবেঙ্গলে খেলে কলকাতা কাঁপিয়েছিলেন। আমার বিশ্বাস মামুনুলও সুনাম কুড়াবে। ও ভালো খেলা মানে সামনে বাংলাদেশের অন্য কেউ ডাক পেতে পারেন। যতই সমালোচনা করা হোক না কেন, বাংলাদেশের ফুটবলের মান যে আছে ইন্ডিয়ান সুপার লিগে মামুনুলের ডাক পাওয়াতেই স্পষ্ট হয়ে গেছে।
এমিলি বলেন, মামুনুল আমার অন্তরঙ্গ বন্ধু। বিভিন্ন ক্লাব বা জাতীয় দলে একসঙ্গে খেলেছি। ও বড্ড পরিশ্রম করে খেলতে পারে। নির্ভর করার সব গুণাবলীই তার ভিতরে রয়েছে। সৌরভ গাঙ্গুলি একজন যোগ্য খেলোয়াড়কেই বেছে নিয়েছেন। সোমবার যখন জানতে পারলাম ও ইন্ডিয়ান সুপার লিগে খেলার ডাক পেয়েছে তখন খুবই ভালো লেগেছে। আমরা নাকি খেলতে পারি না। যদি নাই পারতাম তাহলে মামুনুলের ডাক আসল কেন। আসলে বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট না খেললে চলে না। রানার্সআপ হয়েছে। কিন্তু আইএফএ শিল্ডে শেখ জামাল যে নৈপুণ্য দেখিয়েছে তাতে ভারতীয়রা বুঝতে পেরেছে আমাদের মান কেমন। আমি স্পষ্ট করেই বলব আইএফএ শিল্ড খেলতে না গেলে মামুনুল চোখে পড়ত না। সৌরভ ক্রিকেটার হলেও ফুটবলতো ঠিকই বোঝেন। তাই যোগ্যতার মূল্যায়ন করেছেন মামুনুলকে নিয়ে। মামুনুল যদি সুপার লিগে নিজের যোগ্যতা তুলে ধরতে পারে তাহলে আমি নিশ্চত সামনে বাংলাদেশের অনেক ফুটবলারই বিদেশে খেলার ডাক পাবেন। আমার বিশ্বাস মামুনুল হতাশ করবে না।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নিঃসন্দেহে ফুটবলে বড় প্রাপ্তি
ইন্ডিয়ান সুপার লিগে মামুনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর