দুই যুগ পর আবার বাংলাদেশের কোনো ফুটবলার ভারতে খেলার ডাক পেলেন। মামুনুল ইসলাম বর্তমানে বাংলাদেশের শুধু অধিনায়কই নন দেশের সেরা ফুটবলারও। যোগ্যতায় মামুনুলকে ভারতীয় লিগে খেলার সুযোগ করে দিচ্ছে। তবু ফুটবলে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশে কোনো ফুটবলারের বিদেশে লিগে ডাক পাওয়াটা বিস্ময়ই বলা যায়। তাও আবার কলকাতা বা আই লিগ নয়। ক্রিকেটের আইপিএল আদলে ইন্ডিয়ান যে সুপার লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেই সৌরভের অ্যাটলেটিকো ডি কলকাতা দলে ডাক পেয়েছেন। যে লিগে রোনালদিনহোর মতো বিশ্বখ্যাত তারকারা খেলবেন সেখানে মামুনুলের মাঠে নামার সুযোগ ঘটতে যাচ্ছে। সব কিছু ঠিক ঠাক থাকলে এশিয়ান গেমসের পরই মামুনুল ভারতে রওয়ানা দেবেন। অক্টোবর শেষে আট দলের মধ্যে এ লিগ শুরু হতে যাচ্ছে। মামুনুল যদি ইন্ডিয়ান সুপার লিগ খেলতে পারেন তা হবে বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল প্রাপ্তি। এশিয়ান গেমসে প্রস্তুতির জন্য ব্যস্ত থাকাতে মামুনুল সময় নিয়ে কথা বলতে পারেননি। কিন্তু মামুনুলের সঙ্গে দীর্ঘদিন এক সঙ্গে খেলা দুই নন্দিত ফুটবলার বিপ্লব ভট্টাচার্য ও জাহিদ হাসান এমিলি বলেছেন, নিঃসন্দেহে এটি খুশির সংবাদ ও বড় প্রাপ্তি। বাংলাদেশে যে ভালোমানের ফুটবলার রয়েছে মামুনুলের ডাক পাওয়াতে প্রমাণ মিলেছে। বিপ্লব বলেন, ও সঙ্গে আমার বেশ কটি ক্লাবে খেলার সুযোগ হয়েছে। নিঃসন্দেহে মামুনুল একজন বড়মানের খেলোয়াড়। যোগ্যতা ওকে এত দূর নিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলি ওকে পছন্দ করেছেন। সুতরাং না জেনে নিশ্চয় তার মতো বিখ্যাত ব্যক্তিত্ব মামুনুলকে অফার দেননি। এর আগে মুন্না ভাই ৯০ সালে ইস্টবেঙ্গলে খেলে কলকাতা কাঁপিয়েছিলেন। আমার বিশ্বাস মামুনুলও সুনাম কুড়াবে। ও ভালো খেলা মানে সামনে বাংলাদেশের অন্য কেউ ডাক পেতে পারেন। যতই সমালোচনা করা হোক না কেন, বাংলাদেশের ফুটবলের মান যে আছে ইন্ডিয়ান সুপার লিগে মামুনুলের ডাক পাওয়াতেই স্পষ্ট হয়ে গেছে।
এমিলি বলেন, মামুনুল আমার অন্তরঙ্গ বন্ধু। বিভিন্ন ক্লাব বা জাতীয় দলে একসঙ্গে খেলেছি। ও বড্ড পরিশ্রম করে খেলতে পারে। নির্ভর করার সব গুণাবলীই তার ভিতরে রয়েছে। সৌরভ গাঙ্গুলি একজন যোগ্য খেলোয়াড়কেই বেছে নিয়েছেন। সোমবার যখন জানতে পারলাম ও ইন্ডিয়ান সুপার লিগে খেলার ডাক পেয়েছে তখন খুবই ভালো লেগেছে। আমরা নাকি খেলতে পারি না। যদি নাই পারতাম তাহলে মামুনুলের ডাক আসল কেন। আসলে বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট না খেললে চলে না। রানার্সআপ হয়েছে। কিন্তু আইএফএ শিল্ডে শেখ জামাল যে নৈপুণ্য দেখিয়েছে তাতে ভারতীয়রা বুঝতে পেরেছে আমাদের মান কেমন। আমি স্পষ্ট করেই বলব আইএফএ শিল্ড খেলতে না গেলে মামুনুল চোখে পড়ত না। সৌরভ ক্রিকেটার হলেও ফুটবলতো ঠিকই বোঝেন। তাই যোগ্যতার মূল্যায়ন করেছেন মামুনুলকে নিয়ে। মামুনুল যদি সুপার লিগে নিজের যোগ্যতা তুলে ধরতে পারে তাহলে আমি নিশ্চত সামনে বাংলাদেশের অনেক ফুটবলারই বিদেশে খেলার ডাক পাবেন। আমার বিশ্বাস মামুনুল হতাশ করবে না।
শিরোনাম
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
নিঃসন্দেহে ফুটবলে বড় প্রাপ্তি
ইন্ডিয়ান সুপার লিগে মামুনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর