অনেক টেস্ট ক্রিকেটারই সেঞ্চুরি করেছেন। সেগুলো ব্যাট হাতে ২২ গজে দাঁড়িয়ে। কিন্তু জীবনের ইনিংসে সেঞ্চুরি করেছেন কেবলমাত্র একজনই, তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার নরম্যান গর্ডন। সেটাও আবার বছর তিনেক আগে। সেই ‘সেঞ্চুরিয়ান’ প্রোটিয়া বোলার নরম্যান গতকাল জীবনের ইনিংসকে গুডবাই জানিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।
শতবর্ষী এই টেস্ট ক্রিকেটার কাল ১০৩ বছর বয়সে জোহানেসবার্গে নিজের বাড়িতে শেষঃনিশ্বাস ত্যাগ করেন। এই বাড়িতে গত ৬০ বছর থেকে বাস করছিলেন নরম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৩৮-৩৯ মৌসুমে পাঁচটি টেস্ট খেলেছেন তিনি। সবগুলি ইংল্যান্ডের বিরুদ্ধে। গর্ডনের ছিল দুর্দান্ত স্ট্যামিনা। তিনি টানা ১২-১৫ ওভারের স্পেলে বোলিং করতেন। ৬ বলে নয়, তখন আবার ওভার ছিল ৮ বলে। শেষ টেস্টেও গর্ডন বোলিং ৯২.২ ওভার। এখনকার বোলারদের কাছে যা অকল্পনীয়। গর্ডন খেলেছেন ‘টাইমলেস’ টেস্ট যুগে। এখন যেমন টেস্ট হয় ৫ দিনে। তখন ধরাবাধা কোনো সময় ছিল না। যতদিন ইচ্ছা খেলা যেত। যেমন গর্ডনের খেলা শেষ টেস্টটি সমাপ্ত হয়েছিল ১০ দিনের মাথায়। ৫ টেস্টে গর্ডন উইকেট নিয়েছেন ২০টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাননি তিনি। এর পর থেকে গর্ডন মনোনিবেশ করেছিলেন গলফে। ৯৬ বছর বয়স পর্যন্ত তিনি গলফ চালিয়ে গেছেন।
ব্যক্তিগত জীবনে গর্ডন ছিলেন দারুন স্টাইলিশ। সব সময় পরিপাটি থাকতেন। কোকড়া চুলে জেল ব্যবহার করে নানা রকম স্টাইল করতেন। একটু নোংড়া হলেই সে পোষাক তিনি পড়তেন না। নিজের ওপর তার আÍবিশ্বাস ছিল অনেক বেশি। মুখে সব সময় হাসি লেগেই থাকতো। সতীর্থরা নরম্যান গর্ডনকে ডাকতেন ‘মোবিল গর্ডন’ বলে।
তিন বছর আগে ১০০ বছরে পা রাখেন। তখন দক্ষিণ আফ্রিকান গ্রেট ফাস্ট বোলারদের উপস্থিতিতে কেক কেটে উদযাপন করেন। তবে জীবনের ইনিংসে সেঞ্চুরি পূরণের পর থেকেই বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন গর্ডন। মূত্রাশয়ের সমস্যার জন্য তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। অবশেষে গতকাল চলে গেলেন না ফেরার দেশে। ক্রিকেট বিশ্ব হারালো একমাত্র ‘সেঞ্চুরিয়ান’কে। বর্তমানে জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী আর প্রোটিয়া তারকা লিন্ডসে টাকেট। তিনি ৯টি টেস্ট খেলেছেন। লিন্ডসে ৯৬ বছর বয়সে পা দিয়েছেন। তবে তিনি সেঞ্চুরি পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কেননা বার্ধক্যজনিত কারণে নানা অসুখে ভুগছেন টাকেট।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
বিদায় \\\'সেঞ্চুরিয়ান\\\' নরম্যান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর