ফিলিপ লাম অবসর নেওয়ার পর বিশ্বকাপজয়ী জার্মান কোচ জোয়াকিম লোর সামনে সমস্যা ছিল অধিনায়ক নিয়ে। কে হবেন জার্মান অধিনায়ক? এই প্রশ্ন গত কয়েক সপ্তাহে অসংখ্যবার হয়েছে। শোয়েইনস্টাইগারের নামই ছিল সবার উপরে। মাঝখানে অবশ্য মারিও গোমেজের নামও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার শোয়েইনস্টাইগারকেই অধিনায়ক হিসেবে বেছে নিলেন জোয়াকিম লো। আজ আর্জেন্টিনার বিপক্ষে তিনিই দলকে নেতৃত্ব দিবেন। প্রথমদিকে অবশ্য এই জার্মান মিডফিল্ডার দলের নেতৃত্ব নিতে রাজি ছিলেন না। মিডিয়ায় বেশ কয়েকবার বলেছেন, আমি নেতৃত্ব চাই না। তবে ৩০ বছরের এই মিডফিল্ডারকেই ফিলিপ লামের যোগ্য উত্তরসূরি বলে মনে করলেন কোচ। অধিনায়ক হিসেবে আজই পরীক্ষা দিতে নামছেন শোয়েইনস্টাইগার। কোচের আস্থার প্রতিদান দিতে পারবেন তো তিনি!