রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন ইকার ক্যাসিয়াস। অনেক অর্জনে তিনি দলকে নেতৃত্বও দিয়েছেন। তিনবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। পাঁচটা লা লিগার শিরোপা জয় করেছেন। দীর্ঘ ১৬ বছর ধরে রিয়াল মাদ্রিদের গোলবারের সামনে অতন্দ্র প্রহরীর মতোই পাহারা দিচ্ছেন এই স্প্যানিয়ার্ড। এতদিনের স্থানটা বুঝি এবার হারাতে চলেছেন। গত মৌসুমেই তার পারফরম্যান্স অসন্তুষ্ট করেছিল কোচ কার্লো আনসেলত্তিকে। তারপর বিশ্বকাপেও তিনি নিজেকে অকার্যকর প্রমাণ করেছেন। কেবল অতীতের কথা বিবেচনা করেই এখনো তাকে এক নম্বরে রাখতে হচ্ছে। তবে এবার বোধ হয় তার সময় শেষ হয়েই এল। লা লিগায় প্রথম দুই ম্যাচেই চার গোল হজম করতে হয়েছে ক্যাসিয়াসকে। এই পারফরম্যান্স তাকে অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিয়েছে। বিশেষ করে গত রবিবার রিয়াল সুসিদাদের বিপক্ষে বলতে গেলে তার ভুলের জন্যই হারতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এদিকে দলে যোগ হয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর ন্যাভাস। যে কোনো সময় তিনি ক্যাসিয়াসের স্থান দখল করে নিতে পারেন। বিশ্বকাপে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই কোস্টারিকান গোলরক্ষক। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে কোস্টারিকা যে কোয়ার্টার ফাইনাল খেলেছে, তাতে ন্যাভাসের অবদান অনেক।
বিশ্বকাপের পারফরম্যান্স দেখেই তাকে লেভেন্তে থেকে দলে এনেছিল রিয়াল মাদ্রিদ। এখনো হয়ত কার্লো আনসেলত্তি ইকার ক্যাসিয়াসের উপরই আস্থা রাখবেন। তবে এভাবে ব্যর্থ হতে থাকলে যে কোনো সময়ই ছিটকে পড়তে পারেন রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ অধিনায়ক।