মিক্সড ডাবলসের পর মহিলা ডাবলসের সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। জিম্বাবুয়ের কারা ব্ল্যাককে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার শেষ চার নিশ্চিত করেন তিনি৷
কোয়ার্টার ফাইনালে চিনের ই-ফান ও কাজাকস্তানের জারিনা ডায়াসের বিরুদ্ধে ৬-১ প্রথম সেট জিতে নেয় সানিয়া-কারা জুটি। দ্বিতীয় সেটে ১-০ এগিয়ে থাকার সময়ে চোটের জন্য সরে দাঁড়ায় ফ্যান-ডায়াস জুটি। ফলে সহজেই ডাবলসের শেষ চারে পৌঁছে যায় তৃতীয় বাছাই ইন্দো-জিম্বাবুয়ান এ জুটি। সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে মার্টিনা হিঙ্গিস ও ফ্ল্যাভিয়া পেনেত্রা জুটি।
অন্যদিকে ব্রাজিলের ব্রুনো সোরেসকে সঙ্গে নিয়ে আগেই মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন সানিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ বাছাই সানিয়া-সোরেস জুটি খেলবে চিনা তাইপের জ্যান চ্যান ও গ্রেট ব্রিটেনের রস হাচিনসের বিরুদ্ধে।