ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে ভারতের বিরুদ্ধে খেলবেন বিশ্বের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। ভারতের বিরুদ্ধে ডেভিস কাপে জোকোভিচকে দলে রেখেছে সার্বিয়া। বিশ্বের দু’নম্বর দল সার্বিয়া চার সদস্যের যে ডেভিস কাপ দল নির্বাচন করেছে তার মধ্যে জোকোভিচ ছাড়াও আছেন গ্র্যান্ড স্লাম জয়ী নেনাদ জিমোনজিচ। ডুসান লাজোভিচ এবং ফিলিপ ক্রাজিনোভিচ হলেন দলের বাকি দুই সদস্য।
বেঙ্গালুরুতে আগামী ১২-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডেভিস কাপ টাই। ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে ১৭ দেশের সমন্বয়ে গড়া ওয়ার্ল্ড গ্রুপে। সার্বিয়া দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বোগডান অব্রাডোভিচ।