হোয়াইটওয়াশ হওয়ার পরও ওয়ানডে সিরিজ নিয়ে তৃপ্তির জায়গা আছে দুটি-বোলিং ও ফিল্ডিং। ক্রিকেটের তিন বিভাগের মধ্যে এই দুই বিভাগে বেশ উন্নতি চোখে পড়েছে। কিন্তু ব্যাটিং হয়েছে যাচ্ছেতাই। এক ম্যাচে তো একশর নিচেও অলআউট হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে মুশফিকদের ব্যাটিং দেখে অনেকে পাড়ার ক্রিকেটারদের ব্যাটিংয়ের সঙ্গেও তুলনা করেছেন! প্রাপ্তি বলতে ছিল, এনামুল হক বিজয়ের একমাত্র সেঞ্চুরি। তারপরেও টেস্টে মাঠে নামার ব্যাটিং নিয়েও স্বস্তিবোধ করছেন মুশফিকুর রহিম। কারণ, প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দুই দুটি সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে বড় পার্টনারশিপ -টাইগার দলপতিকে আশান্বিত করছে। তাই টেস্ট সিরিজে যদি বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিং ক্লিক করে তবে এবারও ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগার। মাঠে দিতে হবে ধৈর্যের পরীক্ষা। তাড়াহুড়ো করে খেললেই বিপদ।
২০০৯ সালের স্মৃতি রোমন্থনের সাহস হয়তো হবে না ক্রিকেটারদের! বাংলাওয়াশ করা তো দূরের কথা নিজেরাই এবার হোয়াইটওয়াশের আশঙ্কায়! তাই তো জয়ের কথা বাদ দিয়ে ড্র’র কথা ভাবতে শুরু করেছেন মুশফিকুর রহিম। আর প্রস্তুতি ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস তো মোটেও শক্তিশালী ছিল না। দলে এক চন্দরপল ছাড়া কেই বা ছিল। আর সেই চন্দরপলও সেঞ্চুরি আদায় করে মুশফিকদের একটা সতর্ক বার্তা দিয়েছেন। তবে অত কিছু ভাবতে রাজি নন মুশফিক। প্রতিপক্ষ কে ছিল কিংবা কতটা শক্তিশালী ছিল, তারচেয়েও বড় কথা নিজেদের ব্যাটিং প্রাকটিসটা ভালোই হয়েছে। বোলারদের সামর্থ্য দেখে খুশিই হয়েছেন মুশফিক। কেননা উইকেট থেকে ন্যূনতম সহায়তা না পাওয়ার পরও প্রতিপক্ষ অলআউট করে ছিলেন বোলাররা। তাইজুল-রুবেলরা সঠিক লাইন-লেন্থেই বোলিং করেছেন।
প্রথম ইনিংসে মুশফিক নিজে সেঞ্চুরি করেছেন। তারপরেও আশার কথা হচ্ছে অনেক দিন থেকে ধুকতে থাকা নাসির হোসেনও সেঞ্চুরি পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে তামিম-শামসুরের ওপেনিং জুটি অনেক ভালো করেছে। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও, প্রাপ্তি অনেক। আর এই ম্যাচটাই বাংলাদেশের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিয়েছেন বলে মনে করেন মুশফিক। তবে টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ওয়ানডেতেও এই দেশসেরা তারকার অভাবটা পরতে পরতে অনুভব করেছেন মুশফিকরা। সাকিবের জায়গা পূরণ করতে পারেননি কেউ-ই। টেস্ট সিরিজেও এই সমস্যা হতে পারে। এমন চিন্তা মাথায় রেখেই হয়তো পরিকল্পনা ঠিক করবেন মুশফিক। তবে টাইগারদের সবচেয়ে বড় সমস্যা হতে পারে, অনেক দীর্ঘ পরিসরের ক্রিকেট না খেলা। বাংলাদেশ সব শেষ টেস্ট খেলেছে ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর সাত মাস বিরতি দিয়ে কাল মাঠে নামছে টাইগাররা। কিংসটাউনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের টার্গেটই থাকবে কোনো রকমে ৫ দিন পার করে দেওয়া। কিন্তু মুশফিক কী পারবেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিতে? টেস্টে বাংলাদেশ কতটা সফল হবে তা নির্ভর করবে পরিকল্পনার ওপর। টেস্ট সিরিজটা নতুন কোচ হাতুরাসিংহ হয়তো চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। কেননা লঙ্কান কোচের অধীনে প্রথম ওয়ানডে সিরিজেই হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে বাংলাদেশ। টেস্টেও যাতে ফল একই না হয় সেজন্য সতর্ক হাতুরাসিংহে! সতর্ক ক্রিকেটাররাও।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
কাল প্রথম টেস্ট শুরু
টাইগারদের ধৈর্যের পরীক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর